মিনাখাঁ, 14 অক্টোবর : নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে ভেজাল সিমেন্ট বিক্রির রমরমা কারবার চলছিল কিছুদিন ধরে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার বসিরহাটের মিনাখাঁর ঘটনা। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল সিমেন্ট তৈরির কারবার চলছিল । সেই সিমেন্ট বাজারের একটি নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে বিক্রি করা হত । যে কম্পানির ছাপ মারা বস্তায় ওই ভেজাল সিমেন্ট বিক্রি হচ্ছিল তারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় ।