পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangaon Arrest: মাকে খুনের অভিযোগে ছেলে-বউমা-সহ গ্রেফতার 3 - বনগাঁ খুনে গ্রেফতার

মাকে খুনের অভযোগে ছেলে ও বউমা-সহ তাদের এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ (Bangaon Arrest) ৷ ধৃত তিনজনকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে ।

Bangaon Arrest
বনগাঁ গ্রেফতার

By

Published : Jul 8, 2022, 9:05 PM IST

বনগাঁ, 8 জুলাই: নেশার টাকা ও সম্পত্তির জন্য মা-কে খুন করার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে (Bangaon Arrest)। বড় ছেলের অভিযোগের ভিত্তিতে মৃতার ছোট ছেলে, ছোট ছেলের বউ ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সহদেব দে, নুপুর দে এবং গোপাল শিল । তাদের দীনবন্ধু নগর, রামকৃষ্ণ পল্লি এবং চড়কতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত তিনজনকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বনগাঁর থানার নতুন গ্রামের মাঝেরপাড়া এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ জানায়, মৃতার নাম সীমা দে। বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহটি সনাক্ত করে তাঁর নাতনি ।

আরও পড়ুন :Bangaon Murder: অপহরণ করে ট্রাক চালককে খুন, গ্রেফতার 3

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখ বিকালে সীমাদেবী বাড়ি থেকে বেড়িয়েছিলেন । তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না । পরিবারে সদস্যরা বনগাঁ থানায় নিখোঁজের ডায়েরি করে । পরবর্তীতে বুধবার পাট ক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । সীমাদেবীর বড় ছেলে গোপাল দে-র অভিযোগ, তাঁর মাকে খুন করা হয়েছে । বৃহস্পতিবার গোপাল বনগাঁ থানায় তার ছোট ভাই সহদেব দে, তার স্ত্রী নূপুর দে এবং তার বন্ধু গোপাল শিলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন ।

তাঁর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার মায়ের সঙ্গে বিবাদ চলছিল ছোট ভাই সহদেব ও তার স্ত্রী নূপুরের । মাঝেমধ্যেই ভাই নেশার জন্য মায়ের কাছে টাকা চাইত । না দিলেই ঝামেলা করত । ভাইয়ের স্ত্রী সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিওয়া নিয়ে ঝামেলা করত । এমনকী খুনের হুমকি দিত । কিন্তু মা তাদের কথা শুনত না । সেই আক্রোশ থেকেই ওরা মাকে খুন করেছে ।

গোপাল বলেন, "আমার দৃঢ় বিশ্বাস ওরা মাকে খুন করেছে । ওদের শান্তি হওয়া দরকার ।" যদিও ধৃত ছেলে সাহেবের দাবি, মা কীভাবে খুন হল আমি কিছুই জানি না । আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে । যারা আমার মাকে খুন করেছে তাদের ফাঁসি হোক ।

ABOUT THE AUTHOR

...view details