পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ঘুমন্ত অবস্থায় দাদাকে নিয়ে গিয়ে মেরে ফেলল ওরা" - death

ঘুমন্ত অবস্থায় দাদাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল ওরা । পুলিশ চলে গেলেই ওরা আবার এসে আমাদের বাড়ি ভাঙচুর করবে । বললেন মৃত BJP কর্মী সুকান্ত মণ্ডলের বোন বিভা ।

মৃত BJP কর্মী সুকান্ত মণ্ডলের পরিবার

By

Published : Jun 10, 2019, 3:21 AM IST

Updated : Jun 10, 2019, 7:19 AM IST

সন্দেশখালি, 10 জুন : বাড়ির ভিতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ । মাঝে মাঝেই মূর্ছা যাচ্ছেন মৃত BJP কর্মী সুকান্ত মণ্ডলের মা কিনুবালা মণ্ডল । ছেলেকে ফিরে পেতে চাইছেন বারবার ।

"ঘুমন্ত অবস্থায় দাদাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল ওরা । পুলিশ চলে গেলেই ওরা আবার এসে আমাদের বাড়ি ভাঙচুর করবে ।" বললেন মৃত সুকান্তর বোন বিভা । আতঙ্কে রয়েছেন তাঁরা । বাবা মারা গেছেন অনেকদিন আগেই । বাড়ির এক ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব এসে পড়ে সুকান্তর উপর । সংসার চালাতে ফিসারির ব্যবসার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করতেন সুকান্ত । পরিবারে মা ছাড়াও রয়েছেন তিন বোন । দু'বোনের বিয়ে হয়ে গেছে । ছোটো বোন বিভা সেকেন্ড ইয়ারে পড়েন ।

দাদার খুনের জন্য তৃণমূলের পাশাপাশি পুলিশকে দায়ি করছেন বিভা । বললেন, "পুলিশ থাকা সত্ত্বেও কিছু করেনি । উলটে ওদের সবাইকে দেখিয়ে দিয়েছে কে কোনদিকে গেছে । এসবের সঙ্গে তৃণমূলের সব লোক যুক্ত ছিল ।" তাঁর দাদা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না বলে দাবি করেন বিভা । বলেন, "আমার দাদা কোনও দলের সঙ্গে যুক্ত ছিল না । আমার দাদা না BJP করত, আর না তৃণমূল করত । ফিসারির ব্যবসা ছিল দাদার । দাদা ছাড়া আমাদের আর কেউ নেই । আবার হুমকি দিয়ে গেছে বাড়ি ভাঙচুর করা হবে । পুলিশ চলে গেলেই ওরা আবার ঢুকবে । আমরা শাস্তি চাই । পুলিশ প্রশাসন কেউ কিছু করছে না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনের সময় থেকেই সংঘর্ষ চলছিল তৃণমূল ও BJP-র মধ্যে । শনিবার দলীয় পতাকা লাগানো নিয়ে ফের শুরু হয় সংঘর্ষ । উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির হাটখালি এলাকা । ঘটনায় মৃত্যু হয় BJP কর্মী সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডলের । দেবদাস মণ্ডল নামে একজন এখনও নিঁখোজ । আজ গভীর রাতে সন্দেশখালিতে সৎকার করা হয় মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের দেহ ।

Last Updated : Jun 10, 2019, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details