পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার টিটাগড়ে শান্তিমিছিল তৃণমূলের; "নাটক", বললেন দিলীপ - nabanna Abhijan

টিটাগড়ে 13 অক্টোবর শান্তিমিছিল হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "খুন করে আবার শান্তি মিছিল ? নাটক চলছে ।"

Dilip Ghosh slams TMC
তৃণমূলের মিছিলের আগে কটাক্ষ দিলীপের

By

Published : Oct 9, 2020, 8:26 AM IST

Updated : Oct 9, 2020, 8:38 AM IST

ব্যারাকপুর, 9 অক্টোবর : টিটাগড়ে 13 অক্টোবর শান্তিমিছিল হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব । মণীশ শুক্লা খুনের পর কার্যত তপ্ত টিটাগড় । সেখানে তৃণমূলের শান্তিমিছিল নিয়ে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "খুন করে আবার শান্তিমিছিল ? নাটক চলছে ।" একইসঙ্গে গতকালের নবান্ন অভিযান মিছিলে প্রায় হাজার কর্মী আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি । দিলীপের এই মন্তব্যের জবাবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বদ্ধ উন্মাদ । ওঁর কথার কোনও ঠিক নেই ।"

রবিবার দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP নেতা মণীশ শুক্লা । খুনের ঘটনায় উত্তাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল তৃণমূলের জরুরি বৈঠক হয় টিটাগড় পৌরসভায় । বৈঠকে ছিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরি-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব । টিটাগড়ে 13 অক্টোবর শান্তি মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে । শান্তিমিছিলে থাকবেন শাসক দলের রাজ্যস্তরের নেতারা ।

গতকাল বৈঠক শেষে জ্যোতিপ্রিয় বলেন, "আমরা সব সময় চাইছি, শান্তি বজায় রাখতে । কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই শান্তি চাইছে না । তারা গোলমাল জিইয়ে রাখতে চাইছে । লোকসভা নির্বাচনের পর থেকে এই অশান্তি চলছে । আগে অশান্তিটা ভাটপাড়া-জগদ্দলের মধ্যে ছিল । এখন তা গোটা ব্যারাকপুরে ছড়িয়ে পড়েছে । আমরা অশান্তি করতে দেব না । আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনব । মঙ্গলবার শান্তিমিছিলে হাঁটবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দীনেশ ত্রিবেদী, ব্রাত্য বসু-সহ অনেক নেতা । " একইসঙ্গে তিনি দাবি করেন, BJP-র মিছিলকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে পুলিশ । কোনও কর্মী আহত হননি । দিলীপ ঘোষের দাবি সঠিক নয় ।

কী বললেন দিলীপ ?

অন্যদিকে, রাতে মণীশ শুক্লার বাড়িতে যান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ছিলেন যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যও । সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "খুন করে কীসের শান্তিমিছিল ? যাঁরা অশান্তি করছে । তারাই আবার শান্তিমিছিলের নাটক করছে । আমাদের দলীয় নেতাকে খুন করা হল । আবার শান্তিমিছিল করা হবে । আমরা CBI তদন্তের দাবি জানিয়েছি । আশা করছি, CBI তদন্ত হবে । তাহলে দেখতে পাবেন, কারা মণীশকে খুন করেছে ।"

Last Updated : Oct 9, 2020, 8:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details