পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব কাম্য নয়, বার্তা রাজ্যপালের - governor on bengal education

Governor C V Ananda Bose: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:17 PM IST

রাজ্যপালের বক্তব্য

বিধাননগর, 25 নভেম্বর:শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব বা সংঘাত কাম্য নয় ৷ সকলের লড়াই করা উচিৎ অন্ধকারের বিরুদ্ধে ৷ শনিবার সল্টলেকের এনআইটিটিআর অডিটোরিয়ামে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আয়োজনে এডু-কেয়ার বেঙ্গল শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপালের মধ্যে টানাপোড়েনের ঘটনার মধ্যে এদিন রাজ্যপালের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে ৷ এই প্রেক্ষাপটেই এদিন এই মন্তব্য করেন রাজ্যপাল ৷ শিক্ষায় কোনও রকম হস্তক্ষেপ কাম্য নয় বলেও এদিন বার্তা দেন রাজ্যপাল ৷ জোর দেন বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্বশাসনে ৷

এদিনের অনুষ্ঠানে রাজপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও তোলেন ৷ তিনি বলেন,"আমি আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি । আমরা বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার বিষয় গোপনীয় । এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, বাংলা দেশের মধ্যে সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে আবির্ভূত হবে আগামিদিনে।" উল্লেখ্য, উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে কোনও উপাচার্য রাজ্যপাল একতরফা ভাবে নিয়োগ করতে পারবেন না ৷ তিনি যে উপাচার্যদের নিয়োগ করেছেন তারাও কোনও পলিসি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না ৷

শিক্ষাক্ষেত্রে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ ভবিষ্যতের জন্য কী হবে, এদিন সেই বিষয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে ৷ রাজ্যে শিক্ষাক্ষেত্রের জন্য এদিন বেশ কিছু পরামর্শ দেন রাজ্যপাল ৷ তাঁর প্রস্তাব, রাজ্যে উচ্চশিক্ষার মান বাড়াতে হবে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমঝোতা বাড়াতে হবে শিক্ষাক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে যুব উৎসব করা উচিত, স্কলারশিপের সুযোগ বাড়ানো প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনে গুরুত্ব দিতে হবে ৷ তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যাতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে তার ব্যবস্থা করা, নতুন শিক্ষা নীতির গুরুত্ব ব্যাখ্যা করা ও সেই পথে চলা উচিত ৷

আরও পড়ুন:

  1. 'আত্মসম্মান থাকলে পদত্যাগ করুন', সুপ্রিম কোর্টের নির্দেশের অস্থায়ী উপাচার্যদের অনুরোধ ব্রাত্যর
  2. আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যপালের
  3. উপাচার্য নিয়োগ বিলে রাজ্যপালের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

ABOUT THE AUTHOR

...view details