ঠাকুরনগর, 12 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায় চান বা না চান, সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবেই। আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই সেই আইন লাগু হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "নির্বাচনের সঙ্গে নাগরিকত্ব আইনকে যুক্ত করবেন না ৷ মানুষকে নাগরিকত্ব দেওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য ৷ তারপরই নির্বাচন ৷"
সংশোধিত নাগরিকত্ব আইন চালুর দাবিতে সরব বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । সম্প্রতি বারাসতে একটি সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব প্রশ্নে তিনি বলেছেন, "অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হলে মতুয়ারা কী করবেন, তাঁরাই সিদ্ধান্ত নেবেন।" তারপর থেকে বিজেপির দলীয় কর্মসূচিতে আর দেখা যায়নি শান্তনু ঠাকুরকে । এসবের মাঝেই তিনদিন আগে গোপালনগরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মতুয়ারা সবাই নাগরিক। তাঁদের আর নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতে হবে না। আমাদের রাজ্যে সিএএ চালু করতে দেব না।"
নির্বাচনের সঙ্গে যোগ নেই; নাগরিকত্ব প্রদান প্রাথমিক লক্ষ্য : কৈলাস - সিএএ নিয়ে কৈলাস
ঠাকুরনগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের 72 ঘণ্টা যেতে না যেতেই আজ ঠাকুরবাড়িতে কৈলাস বিজয়বর্গীয়। রাজনৈতিক মহলের মতে, নাগরিকত্ব নিয়ে শান্তনুর মান ভাঙাতে তিনি ঠাকুরবাড়িতে এসেছেন।
আরও পড়ুন : চড়ছে ভোটের পারদ, মমতার সফরের 72 ঘণ্টার মধ্যে মতুয়া মুলুকে কৈলাস
মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু বলেন, "মতুয়াদের নাগরিকত্ব প্রশ্নে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার ব্যাপারে আমার উপরে চাপ আছে। তাই, আমরা আজ কৈলাসজির কাছে দাবি জানিয়েছি, অবিলম্বে মতুয়াদের সবাইকে নাগরিকত্ব দিতে হবে। আমরা চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের এখানে এসে বলে যান, মতুয়ারা কবে নাগরিকত্ব পাবে।" মতুয়ারা যতদিন না নাগরিকত্ব পাবেন, ততদিন নিজের অবস্থান বদলাবেন না বলেও এদিন জানান তিনি । তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জ্যোতিপ্রিয়ি মল্লিকের মন্তব্যকে গুরুত্ব দিতে চাননি তিনি ৷