বারাসত, 1 এপ্রিল: বারাসত পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডের দেওয়াল ছেয়ে গেছে বিভিন্ন দলের প্রতীকে। তবে জোড়াফুল, পদ্মফুল, সিংহের মাঝে দেখা মিলছে না হাতের। দূরবীন দিয়ে খুঁজলেও কংগ্রেস প্রার্থী সুব্রতা দত্তের নামে দেওয়াল লিখন চোখে পড়ছে না।
এই নিয়ে অবশ্য টিপ্পনী কাটতে ছাড়েনি শাসক তৃণমূল এবং BJP। এবিষয়ে বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান ও জেলা তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় বলেন, "যে দল(কংগ্রেস) নিজের ক্ষমতায় ভোটে লড়ার আগে দশবার চিন্তা করে, যাদের বামেদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, তাদের সংগঠনের অবস্থা জনগণই ভালো জানে। তাই, ওদের দেওয়াল লিখনের জন্য লোকবলও নেই। যারা দেওয়াল লিখনের জন্য লোক খুঁজে পায় না, তারা আবার ভোটে লড়বে ? আমরা জনগণের কাছে আবেদন করছি, ওদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তৃণমূল প্রার্থীকে ভোট দিন।"
অন্যদিকে BJP-র বারাসত জেলা সহ সভাপতি শংকর দাস বলেন, "আসলে রাজ্যে কংগ্রেস সাইনবোর্ডে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের কর্মী নেই। দেওয়াল লিখনের লোকও নেই। জনগণ আজ BJP-কে চাইছে। সেইজন্য বারাসত লোকসভায় TMC-র সাথে BJP-র লড়াই। আর কোনও দল এখানে নেই।" তাঁর কথায়, কংগ্রেস, তৃণমূল, CPI(M) সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদিনই কেউ না কেউ BJP-তে যোগদান করছে। ফলে, এখানে BJP দিন দিন সমৃদ্ধ হচ্ছে।
এদিকে, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সজল দে বলেন, "বিভিন্ন জায়গায় দেওয়াল তৃণমূল এবং BJP দখল করে রেখে দিয়েছে। তাই লেখার দেওয়াল পাওয়াই মুশকিল হয়ে গেছে। আমাদের চুনকাম করা দেওয়াল অনেক জায়গায় দখল করে নিজেদের নামে চালানোর চেষ্টা করছে তৃণমূল। তাই আমরা যেখানে সামান্য জায়গা পাচ্ছি সেখানেই দেওয়াল লিখছি। কদম্বগাছিতে আমাদের দেওয়াল তৃণমূল দখল করে নিয়েছে। এইভাবে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।"
নামপ্রকাশে অনিচ্ছুক কংগ্রেস কর্মীদের একাংশ বলছে, "আমরা চেয়েছিলাম জেলার কোনও নেতাকেই প্রার্থী করা হোক। কিন্তু, হাইকম্যান্ডের নির্দেশে রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্তের নাম ঘোষণা হয়।" প্রার্থী বহিরাগত বলেই কি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে অনীহা ? এই প্রশ্নের জবাব অবশ্য দেননি জেলার কংগ্রেস নেতারা।