হাড়োয়া, 25 সেপ্টেম্বর : বাইক কেনার বায়না ছেলের । বাবা-মায়ের কাছে টাকা চেয়ে পায়নি । টাকা জোগাড় করতে নিজের বাড়িতেই চুরি করল 'গুণধর' ছেলে । কিন্তু শেষ রক্ষা হল না । অবশেষে পুলিশের জেরায় চুরির কথা কবুল করে ছেলে। ধৃতের নাম সুশোভন মণ্ডল । ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বাছড়া মোহনপুর গ্রামের । আজ ধৃত যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাছড়া-মোহনপুরের বাসিন্দা শশাঙ্ক মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল । আলমারি ভেঙে সাত ভরি সোনা, নগদ 60 হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর । শশাঙ্কবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । হাড়োয়া থানার OC বাপ্পা মিত্র এই চুরির ঘটনা কিনারা করতে গিয়ে রীতিমতো হিমশিম খান । পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করিতে গিয়ে পুলিশ সুশোভনের কথায় অসংগতি পায় । সন্দেহ হয় পুলিশের । তদন্তের আসে নয়া মোড় ।