পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার কুকুরকে পিটিয়ে মারার ভিডিয়ো ভাইরাল, সরব পশুপ্রেমীরা - বারাসতের নতুন পুকুর

একদল উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে কুকুরটিকে বাঁশ দিয়ে পেটাতে থাকে বলে অভিযোগ । আধমরা অবস্থায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা । যার ফলে মারা যায় কুকুরটি ।

The video of beating a street dog in barasat is viral
রাস্তার কুকুরকে পিটিয়ে মারার ভিডিয়ো ভাইরাল

By

Published : Nov 24, 2020, 5:33 PM IST

বারাসত, 24 নভেম্বর : নৃশংস ও বর্বরতা বললেও কম বলা হবে । রাস্তার কুকুরকে পিটিয়ে মারার পর তাঁর মৃতদেহে বাঁশ দিয়ে অনবরত আঘাত করছেন একদল উৎসাহী জনতা । এমনই এক ভিডিয়ো সামনে এসেছে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারাসতের নতুন পুকুরে ।

স্থানীয় সূত্রে খবর, গত পরশু রাতে রাস্তার ওই কুকুরটি নতুন পুকুর এলাকার পথচলতি কয়েকজনকে কামড়ায় । স্থানীয়দের দাবি, কুকুরটি পাগল হওয়ার কারণেই এমন আচরণ করছিল । এদিন অন্তত পাঁচ থেকে সাতজনকে কামড়ায় সে । এরপরই একদল উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে কুকুরটিকে বাঁশ দিয়ে পেটাতে থাকে বলে অভিযোগ । আধমরা অবস্থায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা । যার ফলে মারা যায় কুকুরটি । এখানেই শেষ নয়,রাস্তার পাশে পড়ে থাকা কুকুরের দেহে বাঁশ দিয়ে অনবরত পেটাচ্ছেন এক ক্ষিপ্ত জনতা । আর তা দেখতে ভিড় করে উৎসুক জনতা । তাঁদের মধ্যে কয়েকজন নিষেধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ উঠেছে । এরপরই এই ঘটনার প্রতিবাদ করেন এলাকার কয়েকজন যুবক । প্রতিবাদ করা মাত্রই সেই বাঁশ নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে কুকুর পেটানো উন্মত্ত জনতা । প্রথমে বাকবিতন্ডা পরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । এরপরই তা সামাল দিতে এগিয়ে আসেন এলাকার লোকজন । তাঁরা দু'পক্ষকে হটিয়ে দেয় সেখান থেকে । তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

ঘটনাটি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে পশুপ্রেমীর মহলে । এই বিষয়ে পশুপ্রেমী অর্পিতা চৌধুরি বলেন,"এটি অতি জঘন্য কাজ । খোঁজ নিয়ে জানতে পেরেছি যারা এই কুকুর হত্যার সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে অনেকেই মদ্যপ অবস্থায় ছিল । রাস্তায় কেউ টলতে টলতে গেলে কুকুর সাধারণত ঘেউ ঘেউ করে । সেই কারণেই সম্ভবত কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ।"

কুকুরটি পাগল হওয়ার দাবিও নস্যাৎ করেছেন তিনি । অর্পিতার কথায়,"কুকুরটি যে পাগল ছিল তাঁর কোনও প্রমাণ আছে ? আর যদি কুকুরটি পাগলও হয় তাহলে তাঁকে ধরার জন্য পৌরসভাকে খবর দেওয়া যেত । কিন্তু সেটাও করা হয়নি । পশু কিংবা মানুষ হোক । হত্যা করার অধিকার কাউকেই দেওয়া হয়নি । পশু ও জন্তুরা সহবত শিখলেও মানুষ যেন ক্রমশ জানোয়ার হয়ে উঠছে ।"

যদিও স্থানীয় বাসিন্দা লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় বলেন,"কুকুরটি পাগল হওয়ার কারণে পথচলতি কয়েকজনকে কামড়ায় । সেই রাগেই তাঁরা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে । সেই ঘটনার প্রতিবাদ করাতে গন্ডগোল বেঁধে যায় দু'পক্ষের মধ্যে ।"

রাস্তার কুকুরকে পিটিয়ে মারার ভিডিয়ো ভাইরাল

তবে পৌরসভা কিংবা পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল কি না তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই মহিলা ।

প্রসঙ্গত,এর আগেও বারাসতে কুকুর হত্যার অভিযোগ সামনে এসেছিল । কখনও কুকুরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা আবার কখনও পাশবিক নির্যাতন চালিয়ে খুনের ঘটনায় শোরগোল পড়েছিল । এবার পাগলের তকমা দিয়ে কুকুরকে পিটিয়ে হত্যার পর অত্যাচারের ঘটনা ঘটল সেই বারাসতে ।

ABOUT THE AUTHOR

...view details