বারাসত, 24 নভেম্বর : নৃশংস ও বর্বরতা বললেও কম বলা হবে । রাস্তার কুকুরকে পিটিয়ে মারার পর তাঁর মৃতদেহে বাঁশ দিয়ে অনবরত আঘাত করছেন একদল উৎসাহী জনতা । এমনই এক ভিডিয়ো সামনে এসেছে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারাসতের নতুন পুকুরে ।
স্থানীয় সূত্রে খবর, গত পরশু রাতে রাস্তার ওই কুকুরটি নতুন পুকুর এলাকার পথচলতি কয়েকজনকে কামড়ায় । স্থানীয়দের দাবি, কুকুরটি পাগল হওয়ার কারণেই এমন আচরণ করছিল । এদিন অন্তত পাঁচ থেকে সাতজনকে কামড়ায় সে । এরপরই একদল উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে কুকুরটিকে বাঁশ দিয়ে পেটাতে থাকে বলে অভিযোগ । আধমরা অবস্থায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা । যার ফলে মারা যায় কুকুরটি । এখানেই শেষ নয়,রাস্তার পাশে পড়ে থাকা কুকুরের দেহে বাঁশ দিয়ে অনবরত পেটাচ্ছেন এক ক্ষিপ্ত জনতা । আর তা দেখতে ভিড় করে উৎসুক জনতা । তাঁদের মধ্যে কয়েকজন নিষেধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ উঠেছে । এরপরই এই ঘটনার প্রতিবাদ করেন এলাকার কয়েকজন যুবক । প্রতিবাদ করা মাত্রই সেই বাঁশ নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে কুকুর পেটানো উন্মত্ত জনতা । প্রথমে বাকবিতন্ডা পরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । এরপরই তা সামাল দিতে এগিয়ে আসেন এলাকার লোকজন । তাঁরা দু'পক্ষকে হটিয়ে দেয় সেখান থেকে । তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
ঘটনাটি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে পশুপ্রেমীর মহলে । এই বিষয়ে পশুপ্রেমী অর্পিতা চৌধুরি বলেন,"এটি অতি জঘন্য কাজ । খোঁজ নিয়ে জানতে পেরেছি যারা এই কুকুর হত্যার সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে অনেকেই মদ্যপ অবস্থায় ছিল । রাস্তায় কেউ টলতে টলতে গেলে কুকুর সাধারণত ঘেউ ঘেউ করে । সেই কারণেই সম্ভবত কুকুরটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ।"