পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাট্টা বিলির সরকারি অনুষ্ঠানের মঞ্চ ছেয়ে গেল তৃণমূলের পতাকায় - trinamool flag

সরকারি অনুষ্ঠান না কি তৃণমূলের দলীয় কার্যক্রম বোঝা দায় ৷ হাবড়ায় সরকারি পাট্টা বিলির অনুষ্ঠান মঞ্চ ছেয়ে গেল তৃণমূলের পতাকায় ৷

ছবি
ছবি

By

Published : Feb 7, 2021, 11:10 PM IST

হাবড়া, 7 ফেব্রুয়ারি :সরকারি পাট্টা বিলির অনুষ্ঠান মঞ্চ ছেয়ে গেল তৃণমূলের পতাকায় । ঘটনাটি উত্তর 24 পরগনার হাবড়ার । দলবাজির এই ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড় তুলেছে বিরোধী দল সিপিআইএম ও বিজেপি । যদিও শাসক দলের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ।

আজ সকালে হাবড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে সরকারি পাট্টা বিলি কর্মসূচি ছিল । বাণীপুর শ্যাম সাহার মোড়ের পাশের একটি মাঠে ওই কর্মসূচি হয় । অনুষ্ঠান মঞ্চ থেকে মোট 86 জনের হাতে পাট্টার কাগজ তুলে দেওয়া হয় । মঞ্চে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পৌর প্রশাসক নীলিমেশ দাস-সহ সরকারি আধিকারিকরাও । তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকারি কর্মসূচির মঞ্চ হলেও তা ছেয়ে ফেলা হয়েছিল তৃণমূলের দলীয় পতাকায় । শুধু তাই-ই নয়, মঞ্চের ফ্লেক্সেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে ঘাসফুল প্রতীকের ছবি ছিল । এমনকী গোটা অনুষ্ঠানের মাঠও ঘিরে ফেলা হয়েছিল ঘাসফুল ঝান্ডায় । খাদ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখার সময় দু'বার তাঁকে পরোক্ষে ভোট দেওয়ার আবেদনও জানিয়েছেন । বলেছেন, "আমাকে যদি আপনারা আবার ফিরিয়ে আনেন, আমি আরও উন্নয়ন করব।"

পাট্টা বিলির সরকারি অনুষ্ঠানের মঞ্চ ছেয়ে গেল ঘাসফুল পতাকায়

বিষয়টি জানাজানি হতেই সমালোচনার ঝড় তুলেছে সিপিআই(এম) ও বিজেপি । সিপিআই(এমে)-র হাবড়া এরিয়া কমিটির সম্পাদক আশু রায়চৌধুরি বলেন, "তৃণমূল সরকার ও দল গুলিয়ে ফেলছে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে দলের কর্মসূচি ঘোষণা করছেন। হাবড়ায় সরকারি পাট্টা বিলির অনুষ্ঠানে দলের পতাকা ঝোলাচ্ছে। আমরা সরকারি কাজে এই দলবাজির চূড়ান্ত প্রতিবাদ জানাচ্ছি।"

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার নেতা বিপ্লব হালদার বলেন, "ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে রীতিভঙ্গের অভিযোগ তোলেন। তিনিই আবার নবান্ন থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন। হাবড়ার সরকারি অনুষ্ঠানের মঞ্চে শুনলাম দলের ঝান্ডা ঝোলানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

যদিও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের কোনও নেতা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। হাবড়ার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক পার্থ ধর টেলিফোনে জানিয়েছেন, "পৌরসভা এলাকায় কোনও জমির পাট্টা দেওয়া হয় না। জানি না কীসের কাগজ দেওয়া হয়েছে। আমার দপ্তরের কোনও আধিকারিক ওই অনুষ্ঠানে যাননি। কারা ছিলেন আমি বলতে পারব না।"

ABOUT THE AUTHOR

...view details