পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর ২৪ পরগনায় দ্রুত কেন বাড়ছে কোরোনা, খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা - corona news updates

ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি । বাড়ছে উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্তের সংখ্যা । হাওড়াকেও ছাপিয়ে এখন আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে এই জেলা । কেন বাড়ছে সংক্রমণ ? খতিয়ে দেখে পদক্ষেপ করবেন বিশেষজ্ঞরা ।

ছবি
ছবি

By

Published : Sep 2, 2020, 6:58 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : তিন মাস আগেও উত্তর 24 পরগনার পরিস্থিতি এমন ছিল না । কোরোনা সংক্রমণের নিরিখে এই জেলা ছিল তখন রাজ্যে তিন নম্বরে । এখন 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গেছে এই জেলা । কেন সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, তার কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা । কারণ খতিয়ে দেখার পরে সংক্রমণের হার কমিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

কোরোনা সংক্রমণের নিরিখে জেলা হিসেবে এ রাজ্যে প্রথম থেকেই এক নম্বর স্থানে রয়েছে কলকাতা । আর কোরোনা সংক্রমণের নিরিখে এ রাজ‍্যে দীর্ঘ দিন ধরে জেলা হিসেবে হাওড়া রয়েছে দুইয়ে এবং উত্তর 24 পরগনা তিন নম্বরে । গত 1 জুন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 2 হাজার 179 জন । এবং শহরে কোরোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছিল 214 জনের । এর মধ্যে 52 জনের মৃত্যুর কারণ কোমরবিডিটি ছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর । হাওড়ায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল এক হাজার 107 জন । মোট মৃত্যু হয়েছিল 38 জনের । উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 753 জন। এবং কোরোনা আক্রান্তের মোট মৃত্যু হয়েছিল 44 জনের । এর মধ্যে 8 জনের মৃত্যুর কারণ কোমরবিডিটি ছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর ।

তবে, কোরোনা সংক্রমণের নিরিখে উত্তর 24 পরগনার পরিস্থিতি দ্রুত বদলে যেতে দেখা যায় । এই জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় দ্রুত বাড়তে থাকে । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গত 1 জুলাইয়ের বুলেটিন অনুযায়ী, কলকাতায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 6 হাজার 222 জন । এবং কোরোনা আক্রান্তের মোট মৃত্যু হয়েছিল 386 জনের । হাওড়ায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 2 হাজার 770 জন । এবং কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছিল 99 জনের । উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 3 হাজার 86 জন এবং কোরোনা আক্রান্তের মোট মৃত্যু হয়েছিল 105 জনের । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গত 1 অগাস্টের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় কোরোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 হাজার 739 -এ । কোরোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 354 জনের ।

উত্তর ২৪ পরগনায় কেন কোরোনা আক্রান্তের সংখ্যা এভাবে বেড়ে চলেছে ? রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষ স্তরের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার মূলত পৌরসভা এলাকাগুলিতে কোরোনা সংক্রমণের হার বেড়ে চলেছে । এই জেলায় দ্রুত এভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার পিছনে স্বাস্থ্যবিধি মেনে না চলার বিষয়টিকে অন‍্যতম কারণ হিসেবে তিনি জানিয়েছেন । এই বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "উত্তর ২৪ পরগনায় এভাবে কোরোনা সংক্রমণের কারণগুলি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন । কারণগুলি খতিয়ে দেখার পরে কোরোনা সংক্রমণ প্রতিরোধের জন্য ব‍্যবস্থা নেওয়া হবে ।"

বিশেষজ্ঞ চিকিৎসকরা বার বার বলছেন, কোরোনা সংক্রমণ প্রতিরোধের অন‍্যতম উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা । যার মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক পড়া, হাত ধোয়া ও স্যাানিটাইজ় ব্যবহার করতে বলা হচ্ছে । পাশাপাশি যত্রতত্র থুথু না ফেলার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । এছাড়াও সুষম আহারের কথাও বলছেন তাঁরা । বেশ কিছু এই জেলায় এই সব মানা হচ্ছে না বলেই মনে করছেন চিকিৎসকরা । যার জেরেই ক্রমে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । কার্যত লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা । শুধুমাত্র তাই নয়। রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের 1 সেপ্টেম্বরের বুলেটিন অনুযায়ী, 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণের নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর 24 পরগনা । 1 সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় কলকাতায় আরও 551 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । আর, উত্তর 24 পরগনায় 663 । 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের ।

কোরোনা সংক্রমণের নিরিখে জেলা হিসেবে এ রাজ‍্যে এখনও এক নম্বর স্থানে রয়েছে কলকাতা, দুই নম্বর স্থানে রয়েছে উত্তর 24 পরগনা এবং তিন নম্বর স্থানে রয়েছে হাওড়া । রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, 1 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 40 হাজার 708 জন । 1 তারিখ পর্যন্ত কলকাতায় মোট 1301 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । 1 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর 24 পরগনায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 34 হাজার 531 জন। 751 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । এ দিকে, কোরোনা সংক্রমণের নিরিখে এ রাজ‍্যে জেলা হিসেবে দীর্ঘ দিন ধরে তিন নম্বর স্থানে রয়েছে হাওড়া । 1 সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 13 হাজার 557 জন । হাওড়ায় এপর্যন্ত মোট 374 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details