ইছাপুর, 7 মার্চ: দুষ্কৃতীদের হাতে খুন বৃদ্ধা । নোয়াপাড়া থানার ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার ঘটনা । রবিবার রাতের ঘটনায় স্নিফার ডগ এনে তদন্ত শুরু পুলিশের । মৃতের নাম শিক্তা চট্টোপাধ্যায় (70) । তিনি একাই বাড়িতে থাকতেন (Old Woman Was Killed In Ichchapur) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্তা চট্টোপাধ্যায়ের স্বামী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন । অবসর নেওয়ার পর ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন । জ্যোতির্ময়বাবুর মৃত্যুর পর প্রায় 8 বছর বৃদ্ধা একাই ওই বাড়িতে থাকতেন । জানা গিয়েছে, রবিবার রাতে এক পড়শি মহিলা দরজা খোলা দেখে বৃদ্ধাকে ডাকাডাকি করেন । কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি । মোবাইলে ফোন করলেও ফোন বন্ধ ছিল । এরপর প্রতিবেশীরা বৃদ্ধার বাড়ির সামনে এসে জমায়েত হন । দীর্ঘক্ষণ বৃদ্ধার আওয়াজ না পেয়ে প্রতিবেশীরাই নোয়াপাড়া থানায় খবর দেন । পুলিশ এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল ।