সন্দেশখালি, 25 মে : সুন্দরবন লাগোয়া সন্দেশখালির 300 বর্গফুট নদীবাঁধ দুর্বল । ঘূর্ণিঝড় যশের দাপটে যে কোনও সময় দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে নদী তীরবর্তী এলাকা । আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের । তাই, দুর্বল বাঁধ রক্ষা করতে এখন কোমর বেধেঁ নেমেছেন এলাকার বাসিন্দারা । পাশে দাঁড়িয়েছে স্থানীয় হাটগাছি পঞ্চায়েত । আপাতত নদী বাঁধের উপর বাঁশ এবং প্লাস্টিক বস্তায় মাটি ভরে মেরামতের কাজ শুরু হয়েছে । তবে যেভাবে বিদ্যাধরী নদীর জলস্তর বাড়তে শুরু করেছে তাতে আশঙ্কার প্রহর গুনছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ।
প্রশাসন সূত্রে জানা গেছে, বসিরহাট মহকুমায় 763 কিলোমিটার নদীবাঁধ রয়েছে । গত বছর আমফানের তাণ্ডবে 50টির বেশি জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা । বিশেষ করে বেতনী, কালিন্দী, ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, ছোট কলাগাছি প্রভৃতি নদীর বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল । অভিযোগ, আমফানের একবছর পরও ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পাকাপাকিভাবে মেরামত করা হয়নি । যা হয়েছে তা জোড়াতাপ্পিভাবে । আমফানের ঠিক এক বছরের মাথায় আবারও সেই মে মাসে ঘূর্ণিঝড় যশের ভ্রুকুটি । এবার আবার তার সঙ্গে ভরা কোটাল । জোড়া ফলায় আরও বেশি করে আতঙ্কিত সুন্দরবন ঘেঁষা সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের বাসিন্দারা ।