বনগাঁ, 25 মে:রাজ্যের নিষেধাজ্ঞার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি । বনগাঁর একটি প্রেক্ষাগৃহে 19 তারিখ থেকে শুরু হয়েছে এই ফিল্মের প্রদর্শনী । সম্ভবত রাজ্যের মধ্যে এক মাত্র বনগাঁয় এই ছবির প্রদর্শনী চলছে । দিনে দুই থেকে তিনটি শোতে দেখানো হচ্ছে সিনেমাটি । অন্যান্য রাজ্যে 200 কোটি টাকার ব্যবসা হলেও সেই অর্থে বনগাঁয় হলমুখি হচ্ছে না দর্শক । সূত্রের খবর, চলতি সপ্তাহে প্রতিটি শোতে গড়ে 25 থেকে 30 জন দর্শন হচ্ছে এই প্রেক্ষাগৃহে ।
সিনেমা হলের তরফে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর 19 মার্চ থেকে উত্তর 24 পরগনার বনগাঁর শ্রীমা সিনেমা হলে 'দ্য কেরালা স্টোরি' দেখানো শুরু হয় । প্রতিদিন 1:15, 4:15 ও 7:15-এর শোয়ে সিনেমার প্রদর্শনী চলছে । যুব সমাজের কিছু অংশ ছবিটি দেখতে হলমুখি হয়েছে । তবে সেই পরিমানটাও খুবই কম । শ্রীমা প্রেক্ষাগৃহের ম্যানেজার স্বপনকুমার দাস বলেন, "অনেক আগেই আমাদের সিনেমার বুকিং ছিল । কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ছবি প্রদর্শনী বন্ধ ছিল । আদালতের নির্দেশের পর আমারা ছবি প্রদর্শনী শুরু করি । এক সপ্তাহ ধরে ছবিটি চলছে ।" তাঁর কথায়, যা ভেবে ছিলেন সেই অনুযায়ী দর্শক হচ্ছে না । মোটামুটি দর্শকের দেখা মিলেছে প্রেক্ষাগৃহে ।
সূত্রের খবর, প্রতিটি শোয়ে গড়ে 25 থেকে 30টি টিকিট বিক্রি হচ্ছে । বৃহস্পতিবার দুপুরের শো-তে প্রায় 35টি টিকিট বিক্রি হয়েছে । তাদের নিয়েই নিদিষ্ট সময়ে ছবির প্রদর্শনী শুরু হয় । সুমন মজুমদার নামে এক দর্শক বলেন, "সোশাল মিডিয়া থেকে ছবিটির উপরে আকৃষ্ট হয়েছি । রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে ছবিটি বন্ধ করে দেওয়া হয়েছিল । আদালতের নির্দেশের পর একমাত্র বনগাঁয় ছবিটি চলছে । হলে যখন ছবিটি চলছে সেক্ষেত্রে আমাদের দেখতে অসুবিধা নেই । তাই ছবিটি দেখতে এসেছি ।"