বনগাঁ, 16 জুন :"বনগাঁ মহকুমার আরও চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে, তারও সঠিক পর্যালোচনা হওয়া দরকার । বিধানসভা নির্বাচনে যদি আমাদের কোনও খামতি থাকে, কোনও বিরোধীর হয়ে কাজের প্রমাণ দিলে রাজনৈতিক সন্ন্যাস নয়, সারা বনগাঁ জুড়ে নাকখত দেবো ।" বনগাঁ প্রশাসনিক পদ থেকে অপসারিত হয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করে বললেন বনগাঁ পুরসভার প্রাক্তন পৌর প্রশাসক শংকর আঢ্য ।
মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বনগাঁ পুরসভার পৌরপ্রশাসক পদ থেকে শংকর আঢ্যকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় বনগাঁ প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে । বনগাঁ বিধানসভায় খারাপ ফলাফলের কারণে শংকর আঢ্যকে সরানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর । যা নিয়ে আজ মুখ খুললেন শংকর আঢ্য।
তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে আমাকে চেয়ারম্যান করা হয়েছিল ৷ প্রার্থী হারার দায় আমি স্বীকার করছি । কিন্তু বনগাঁ মহকুমার আরও চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে । সেখানে যাঁরা দায়িত্বে ছিলেন সেই হারের দায়টি তাঁদের নেই ? দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যেন হারের সঠিক পর্যালোচনা করা হয়।"