বরানগর, 21 মে : পরীক্ষামূলকভাবে চালু হওয়া দুয়ারে রেশন প্রকল্পের সঠিক বাস্তবায়ণ হল উত্তর 24 পরগনার বরানগর এলাকায় । ওই এলাকার রেশন ডিলার 35 জনের বাড়িতে বরাদ্দ খাদ্যদ্রব্য প্যাকেট করে পৌঁছে দিলেন । একইসঙ্গে ই-পাস মেশিনের সাহায্যে তাঁদের রেশন কার্ডের তথ্য নথিভুক্তও করেছেন । মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও দক্ষিণ কলকাতার অলিপুরেও এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু হল ।
এই দু’জায়গাতেই 15 জনের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে রেশন সামগ্রী । তবে দক্ষিণ কলকাতায় এই প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে বিপাকে পড়েন ফেয়ারপ্রাইজ শপের মালিক । বহু সাংবাদিক ও চিত্র সাংবাদিক তাঁর পিছু নেওয়ায় কিছুটা ভয় পেয়ে ফিরে আসেন ওই ডিলার । অনেক জায়গায় এই প্রকল্পের প্রচারের জন্য ক্যাম্প করেছেন ডিলাররা । সেই ক্যাম্প থেকেই রেশন সামগ্রী দেওয়া হয় ৷ মঙ্গলবার দুয়ারে রেশন নিয়ে খাদ্যভবনের বৈঠকে খাদ্যসচিব স্পষ্টভাষায় বলে দিয়েছিলেন, দুয়ারে রেশনের অর্থ রেশন সামগ্রী সরাসরি মানুষের দরজায় পৌঁছে দেওয়া । ক্যাম্প করে রেশন দেওয়ায় সেই উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে ।