পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এবার নৈহাটি পৌরসভাতেও প্রশাসক - naihati

নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার । আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ।

নৈহাটি পৌরসভা

By

Published : May 31, 2019, 5:02 PM IST

Updated : May 31, 2019, 5:09 PM IST

কলকাতা, 31 মে : এবার নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার । আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান । ফলে অচিরেই ভেঙে যাবে নৈহাটির পৌরবোর্ড । রাজ্য সরকারের তৈরি আইনের বলে বলিয়ান হয়েই পৌরসভায় এই প্রশাসক বসানোর ভাবনা বলে সূত্রের খবর । তবে প্রশাসক হিসেবে কাকে নিয়োগ করা হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি ।

নৈহাটি পৌরসভায় 31টি ওয়ার্ড । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ওই পৌরসভার 29 জন কাউন্সিলর তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করে BJP । ফলে হিসেব মতো ওই পৌরসভার ক্ষমতা BJP-র হাতে চলে যাওয়ার কথা ছিল । শুধু তাই নয়, দিন দুয়েক আগে নৈহাটি পৌরসভায় হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে । পৌরসভার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক লোপাটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । মারধর করা হয় পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিকে । তাঁকে পৌরপ্রধানের চেম্বার থেকে টেনে বের করে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় । এমনিতে নৈহাটিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের সময় থেকেই । তার উপর পৌরসভায় এই হামলার ঘটনা । এই পরিস্থিতিতে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় । নৈহাটি পৌরসভার সামনে হয় তৃণমূলের কর্মসূচি । এরইমধ্যে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই মুহূর্তে হাওড়া কর্পোরেশন সহ 17 টি পৌরসভা চালাচ্ছে প্রশাসকরা । রাজ্য নির্বাচন কমিশনের তরফ একাধিকবার চিঠি দেওয়া হলেও পৌরদপ্তর এখনও পর্যন্ত ওই 17 টি পৌরসভায় নির্বাচন কবে হবে তা জানায়নি । পৌর আইন বলছে, প্রশাসক বসিয়ে কাজ চালাতে পারে সরকার । এর জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই । এই পৌরসভাগুলি প্রশাসক বসিয়ে চালানো নিয়ে বিরোধীরা অভিযোগ করেছে বারবার । তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত প্রমাণ করে সরকার কতখানি অগণতান্ত্রিক । সেই তালিকায় যোগ হল আরও একটি নাম । নৈহাটি । আজ নবান্নে বৈঠকের পর ফিরহাদ জানিয়ে দেন, নৈহাটিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : May 31, 2019, 5:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details