বনগাঁ, 6 মে : ফের বাড়িতে করোনা আক্রান্ত হয়ে ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার অভিযোগ উঠল ৷ অভিযোগ 12 ঘণ্টা পেরিয়ে গেলেও দেখা নেই প্রশাসনের । মৃত ব্যক্তির নাম কমলেশ বিশ্বাস । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা বনগাঁর উত্তর কালুপুর এলাকায় ।
12 ঘণ্টা বাড়িতে পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ, উদাসীন প্রশাসন
বুধবার রাতে কমলেশবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়েন । রাতে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু হাসপাতালের বেড না থাকায় রাতে বাড়িতে ফেরত নিয়ে আসতে হয় তাঁকে ৷ রাত 1টা নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ কালুপুর উত্তর পাড়ার বাসিন্দা পেশায় কাঠ ব্যাবসায়ী 63 বছরের কমলেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজেটিভ আসে । বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । কিন্তু বুধবার রাতে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । রাতে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু হাসপাতালের বেড না থাকায় রাতে বাড়িতে ফেরত নিয়ে আসতে হয় তাঁকে ৷ রাত 1টা নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের । মৃত্যুর 12 ঘন্টা কাটলেও বাড়িতে পরে রয়েছে মৃতদেহ। সকাল থেকে কোনও স্বাস্থ্যকর্মীও আসেননি বলে অভিযোগ ছেলে সঞ্জয় বিশ্বাসের ।
কালুপুর পঞ্চায়েতে সদস্য অজয়কুমার মণ্ডল বলেন, "কমলেশবাবুর রাতে মৃত্যু হয়েছে । কিন্তু আমি আজ ভোরে খবর পেয়েছি । বিষয়টি পঞ্চায়েতে জানিয়েছি । কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত কোনও ব্যবস্থা করেনি ।’’ কমলেশবাবু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।