দমদম, 2 সেপ্টেম্বর : নির্মীয়মাণ বহুতলের নিচ থেকে এক যুবতির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আজ দুপুরে দমদমের পি কে গুহ লেনের ওই নির্মীয়মাণ বহুতল থেকে দেহটি উদ্ধার করা হয় । তবে পুলিশ এখনও মৃতের পরিচয় জানতে পারেনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ৷
দমদমে নির্মীয়মাণ বহুতল থেকে যুবতির মৃতদেহ উদ্ধার - Dumdum
পুলিশ এখনও মৃত যুবতির পরিচয় জানতে পারেনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ৷
যুবতির মৃতদেহ উদ্ধার
আজ দুপুর নির্মীয়মাণ ওই বহুতলের পাঁচিলের কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ ৷ তারাই থানায় খবর দেয় ৷ মৃতার বয়স আনুমানিক 23 বছর ৷
পাঁচিলের কাছে রক্তের দাগ দেখা যায়। দমদম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মৃতার শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷