দত্তপুকুর, 15 জুন : ভোট পরবর্তী হিংসায় দীর্ঘ দিন বাড়ি ছাড়া ছিলেন বিজেপির 80 জন কর্মী-সমর্থক । প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও তাদের ঘরে ফেরাতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির । অবশেষে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হল স্থানীয় প্রশাসন । পুলিশ ও পঞ্চায়েতের সহযোগিতায় মঙ্গলবার বাড়ি ফিরলেন ঘর ছাড়ারা । প্রায় দেড় মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি বিজেপির ওই কর্মী সমর্থকেদের পরিবারের সদস্যরাও ।
বিজেপি কর্মী-সমর্থকের প্রত্যেকেরই বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের হেমন্তবসু নগরে । 2 মে ভোটের ফলাফল প্রকাশের পরই এই সমস্ত বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাড়িঘরে ভাঙচুর চালিয়ে বিজেপির প্রায় 80 জন কর্মী-সমর্থককে ঘরছাড়া করারও অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে । উঠেছে লুটতরাজের অভিযোগও । ঘর ছাড়াদের মধ্যে শিশু, মহিলা এবং পুরুষ সকলেই রয়েছেন ।
ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ, কদম্বগাছি পঞ্চায়েতের 38,45,55 এবং 56 নম্বর বুথে ভোটের ফল আশানুরূপ না হওয়ার কারণেই হামলা চালানো হয়েছে । পরবর্তীকালে ঘরে যাতে বসবাস না করতে পারি, সেজন্য বাড়ি-ঘর নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে । ঘটনায় মদত রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।
যদিও বরাবর সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । এদিকে, ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের বাড়ি ফেরাতে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব । কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির । হাইকোর্টের নির্দেশ পেয়ে শেষে টনক নড়ে পুলিশ প্রশাসনের । খোঁজ শুরু হয় ঘর ছাড়াদের । এদিন সকালে ঘরছাড়া ওই কর্মী-সমর্থকের পরিবারকে সঙ্গে নিয়ে কদম্বগাছি ফাঁড়িতে আসে বিজেপির জেলা নেতৃত্ব । এরপর,পুলিশ ও পঞ্চায়েতের সহযোগিতায় বাড়ি ফেরেন ঘর ছাড়ারা ।