বরাসত, 8 অগাস্ট : বারাসত স্টেডিয়ামের সেফ হোমে সাপের উপদ্রব ৷ কয়েকদিন ধরেই অভিযোগ করছেন রোগীরা ৷ যদিও তাদের অভিযোগ কার্যত মেনে নিলেন রাজ্য সরকারের গঠিত কোভিড ম্যানেজমেন্ট অ্যান্ড প্রটোকল মনিটরিং কমিটি ৷ আজ দুপুরে চিকিৎসক বিবর্তন সাহার নেতৃত্বে কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল বারাসত স্টেডিয়ামের সেফ হোমে পরিদর্শন করতে আসেন ৷ সেখানে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা ৷ কথা বলেন সেফ হোমে থাকা আক্রান্ত রোগীদের সঙ্গেও ৷ সেই সময় সেফ হোমের ব্যবস্থাপনা নিয়ে বেশকিছু অভিযোগ কমিটির সদস্যদের বলেন রোগীরা ৷ যদিও সবকিছু 100 শতাংশ ঠিকঠাক হওয়া সম্ভব নয় বলে সাফাই দিয়েছেন কমিটির অন্যতম সদস্য ও চিকিৎসক বিবর্তন সাহা ৷
এই বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘সেফ হোমে আক্রান্ত রোগীদের কিছু অসুবিধে ও দাবিদাওয়া নথিভুক্ত করা হয়েছে ৷ সেগুলো যথাস্থানে পৌঁছে দেওয়া হবে ৷ আশা করছি সেগুলোর সুরাহা নিশ্চয় হবে ৷’’ সাপের উপদ্রবের অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক বিবর্তন সাহা বলেন, ‘‘এতবড় স্টেডিয়ামের ঝোপঝাড়ে সাপের উপদ্রব যে একেবারে নেই, তা অস্বীকার করা যায় না ৷ তবে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি এরকম কোনও সাপ খুঁজে পায়নি ৷ তারপরও যদি বিষয়টি নিয়ে কারওর ক্ষোভ থেকে থাকে, তাহলে অবশ্যই তা পৌর কর্তৃপক্ষের নজরে আনা হবে ৷ তাঁরা নিশ্চয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ৷’’ এসবের মধ্যেও সেফ হোমের ব্যবস্থাপনায় যে তাঁরা যথেষ্ট খুশি তার প্রশংসা করতেও ভোলেননি কোভিড ম্যানেজমেন্ট এন্ড প্রটোকল মনিটরিং কমিটির সদস্যরা ৷