ঠাকুরনগর, 5 জানুয়ারি : অবশেষে 18 ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের ধমক খেয়ে অবরোধ তুললেন ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীরা (Agitation in Thakurnagar Station) ৷ বলা যায়, অবরোধ হঠিয়ে দেওয়া হল (rail blockage at thakurnagar station) ৷ আর অবরোধ উঠে যেতেই ঠাকুরনগর স্টেশনে স্বাভাবিক হল রেল পরিষেবা ৷
সকালে প্রথম ও দ্বিতীয় ট্রেনের দাবিতে বুধবার মধ্য রাত থেকে ঠাকুরনগর (thakurnagar news) স্টেশনের রেল গেটে অবরোধ করেন স্থানীয় ফুল ব্যবসায়ীরা ৷ যার জেরে ব্যাহত হয় রেল চলাচল ৷ দিন ভর চলা অবরোধ তুলতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন রাজ্য পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা । তাতেও সমস্যার সমাধান না হওয়ায় অবরোধ চালিয়ে যান ফুল ব্যবসায়ীরা ৷
এমনকি সারারাত অবরোধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা ৷ রেল লাইনের উপরেই ত্রিপল বেঁধে, মাইক এনে, রান্নার তোড়জোড় শুরু হয়ে যায় ৷ এই অবস্থায় কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে ধমকে অবরোধকারীদের হঠিয়ে দিলে সন্ধ্যা সাতটা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয় ঠাকুরনগর স্টেশনে ৷
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অরুণ বাছার বলেন, "ব্যবসায়ীদের ক্ষেত্রে সকালে প্রথম ও দ্বিতীয় ট্রেনের প্রয়োজন আছে আমরাও স্বীকার করছি ৷ কিন্তু এতক্ষণ ট্রেন বন্ধ করে রাখলে সাধারণ মানুষের ক্ষতি হবে ৷ বাজার কমিটির তরফ থেকে ফুল ব্যবসায়ীদের বোঝানো হলেও তাঁরা কোনও কথা শুনতে চাননি ৷ আমরা শিক্ষিত মানুষ হয়ে কখনোই এতক্ষণের রেল অবরোধ মানব না ৷ তাই আমি আমার কয়েকজন বন্ধুকে ডেকে এনে পুলিশ প্রশাসনের সহায়তায় অবরোধ হঠিয়ে দি ৷"
আরও পড়ুন :Agitation in Thakurnagar Station : 10 ঘণ্টা ঠাকুরনগর স্টেশন অবরোধ, এখনও লাইনে ফুলব্যবসায়ীরা