নিউ ব্যারাকপুর, 1 সেপ্টেম্বর: নিউ ব্যারাকপুর থানার বোদাই নারকেল বেড়িয়া এলাকায় গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ প্রথমে আগুন লাগে একটি গেঞ্জি কারখানায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে লাগোয়া আরও তিনটি কারখানাতেও। দাউদাউ করে জ্বলতে থাকে চারটি গেঞ্জি কারখানাই। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশও। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগায় আগুন নেভানোর কাজে। তবে আগুনের লেলিহান শিখার কাছে বেগ পেতে হয় তাদেরও। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের বোদাই নারকেল বেড়িয়া এলাকায় পরপর গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। এলাকাটি ঘনবসতিপূর্ণ। আশপাশে রয়েছে বসতবাড়িও। ফলে, আগুনের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। অনেকেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। সূত্রের খবর, গেঞ্জি কারখানায় প্রচুর দাহ্য পদার্থ এবং রাসায়নিক মজুত ছিল। আর সেই কারণে আগুনের তীব্রতাও ছিল যথেষ্ট। এর আগেও এখানে আগুন লেগেছিল বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে আবারও একই জায়গায় আগুন লাগার ঘটনায় কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথারীতি প্রশ্ন উঠেছে।