পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রসবকালীন শিশু মৃত্যু নিয়ে উত্তেজনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে - Bhatpara police

পরিবারের লোকেদের অভিযোগ জোর করে ওই হাসপাতালের তরফে টাকা নেওয়া হয় ৷ ঘটনাস্থানে যান পবন সিংও ৷

ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল
ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

By

Published : Feb 23, 2021, 2:09 PM IST

ভাটপাড়া, 23 ফেব্রুয়ারি : প্রসবকালীন শিশু মৃত্যু নিয়ে উত্তেজনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ পরিবারের অভিযোগ বাচ্চা প্রসবের সময় মাথার অংশে চোট পায়, যার ফলেই শিশুর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন :ভাটপাড়া পৌরসভার অচলাবস্থার জন্য তৃণমূলকেই দায়ী করলেন অর্জুন

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা 7টার সময় ভরতি করা হয় সন্তান সম্ভবা এক মহিলাকে ৷ অভিযোগ, এরপর রাত 10টা নাগাদ পরিবারের লোকেদের হাতে প্লাস্টিকে মুড়ে মৃত বাচ্চাকে দেওয়া হয় ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা ৷ তাঁদের দাবি, দফায় দফায় টাকা না দিলে কোনও রকম কাজ হয়না এই হাসপাতালে ৷ এমনকি আয়া নিতেও হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য করে বলে অভিযোগ পরিবারের লোকেদর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় ভাটপাড়া পুলিশে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অপরদিকে, ঘটনাস্থানে যান ভাটপাড়ার বিধায়ক পবন সিং ৷ সেখানে গিয়ে তিনি বলেন, "হাসপাতালে ডাক্তার নেই, পর্যাপ্ত পরিমাণ নার্স নেই ৷ যা ডাক্তার ও নার্স আছে তাঁরা সঠিক প্রশিক্ষিত নয় । বারবার হাসপাতাল সুপারকে বলা সত্ত্বেও কোনও রকম কর্ণপাত করে না । অসুবিধা নিয়ে বলতে গেলে, হাসপাতাল সুপার বিষয়টি এড়িয়ে যান । রোগীর পরিবারের তরফে অভিযোগ গেলেই তাঁরা নড়েচড়ে বসেন । "

ABOUT THE AUTHOR

...view details