পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়াটিয়াকে বাড়িছাড়া করতে মারধরের অভিযোগ বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে - পঙ্কজকান্তি চন্দ্র

জোর করে ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে ৷ মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ঘটনায় বিদায়ী কাউন্সিলরের জড়িত থাকার অভিযোগ ৷ ভাড়াটিয়া রাজু মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ পুলিশ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে ৷ কিন্তু, মূল অভিযুক্ত তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

Tenant beaten allegedly by tmc leader in madhyamgram north 24 pargana
ভাড়াটিয়াকে বাড়িছাড়া করতে মারধরের অভিযোগ বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে

By

Published : Jul 15, 2021, 1:19 PM IST

মধ্যমগ্রাম, 15 জুলাই : আদালতে উচ্ছেদ সংক্রান্ত মামলা চলছে । তারই মধ্যে করোনা পরিস্থিতিতে ভাড়াটিয়াকে মারধর করে বাড়িছাড়া করার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে । অভিযোগ ঘরের জিনিসপত্র লুঠপাট করেছেন বাড়ির মালিক ৷ মধ্যমগ্রাম পৌরসভার 7নং ওয়ার্ডের শ্রীনগর এলাকার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর পঙ্কজকান্তি চন্দ্রের ৷ বাড়ির মালিক এবং তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ভাড়াটিয়া । যদিও ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিদায়ী কাউন্সিলর অভিযুক্ত পঙ্কজকান্তি চন্দ্র ।

মধ্যমগ্রাম পৌরসভার 7নং ওয়ার্ডের শ্রীনগর এলাকার রেখা বিশ্বাসের বাড়িতে দীর্ঘ প্রায় সাত বছর ধরে পরিবার নিয়ে ভাড়া রয়েছেন পেশায় রঙ মিস্ত্রি রাজু মুখোপাধ্যায় । অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ভাড়াটে ওই পরিবারকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাড়ির মালিক । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । এখনও আদালতে মামলাটি বিচারাধীন । এসবের মধ্যেই বাড়ির মালিকের পক্ষ নিয়ে ওই ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পঙ্কজকান্তি চন্দ্রের বিরুদ্ধে ।

অভিযোগ মুখের কথায় কোনও কাজ না হওয়ায়, লোক পাঠিয়ে রাজু মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারকে মারধর করা হয় । পরে ঘরের যাবতীয় জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধ্যমগ্রাম পৌরসভার ওই বিদায়ী কাউন্সিলের বিরুদ্ধে । রেহাই পায়নি ভাড়াটিয়ার নাবালিকা মেয়েও । বাবাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । ঘরে তালা ঝুলিয়ে দেওয়ায় আপাতত পরিবার নিয়ে রাস্তাতেই দিন কাটছেন তিনি । গোটা ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায় ৷

ঘটনার পর মধ্যমগ্রাম থানায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর এবং বাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ভাড়াটিয়া রাজু মুখোপাধ্যায় । থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘উচ্ছেদ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আদালতে মামলা চলছে আমার । তারই মধ্যে পার্টি অফিসে ডেকে তৃণমূলের কো-অর্ডিনেটর পঙ্কজকান্তি চন্দ্র চাপ দেয় আমাকে । তাতে রাজি না হওয়ায় দলবল পাঠিয়ে মারধর করা হয় আমাকে । ঘরের জিনিসপত্র সব লুঠপাট করে নিয়ে যায় । পুলিশ গেলেও কোনও কিছু করেনি ৷’’

আরও পড়ুন : ফুটপাথ উচ্ছেদের নামে পুলিশের সামনেই লুঠপাটের অভিযোগ কীর্ণাহারে

আক্রান্তের স্ত্রী মিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে কাউন্সিলর কেন মাথা গলাবে সেটাই আমরা বুঝে উঠতে পারছি না । আদালতে মামলা চলার বিষয়টি জানানো হলেও, কাউন্সিলর কোনও গুরুত্ব দেননি । উল্টে হুমকি দিয়ে বলে আদালতে মামলার বিষয়টি বুঝে নেওয়া হবে । দ্রুত ভাড়া বাড়ির ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেন তিনি । আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক ৷’’

আরও পড়ুন : নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে বেআইনি দোকান উচ্ছেদ মালদা প্রশাসনের

যদিও, অভিযোগ অস্বীকার করেছেন মধ্যগ্রাম পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা বিদায়ী কাউন্সিলর পঙ্কজকান্তি চন্দ্র ৷ তিনি বলেন, ‘‘মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভাড়াটিয়াকে উঠে যাওয়ার কথা বলা হয়েছিল ঠিকই । কিন্তু মারধর কিংবা বাড়িছাড়া করার অভিযোগ ঠিক নয় । বিভিন্ন লোক নানা সমস্যা নিয়ে আমার কাছে আসে । সেইমতো বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমস্যা মেটাতে এসেছিল আমার কাছে । দু’জনকে একসঙ্গে বসিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করেছিলাম । কিন্তু কেউই কোনও কথা শুনতে রাজি হয়নি । এখন শুনছি আমার ও বাড়িওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ তদন্ত করে দেখুক । ঘটনার পিছনে আমার কোনও হাত রয়েছে কিনা । তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে ৷’’

অন্যদিকে, মারধর এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ যদিও বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details