বারাসত, 9 ফেব্রুয়ারি : অনৈতিকভাবে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছেন, এই অভিযোগে মঙ্গলবার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন গৃহশিক্ষকরা। এদিন দুপুরে গৃহশিক্ষক কল্যাণ সমিতির ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে চলে এই বিক্ষোভ। তুমুল বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে জেলাশাসকের দপ্তর চত্বর। বিক্ষোভের পর সংগঠনের এক প্রতিনিধিদল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের দপ্তরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাশাসকের দপ্তরের ঠিক আগে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশও।
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে জেলা প্রশাসনের তরফে আগেই নির্দেশিকা জারি হয়েছিল। অভিযোগ, সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্কুল শিক্ষকদের একাংশ এখনও বহাল তবিয়তে প্রাইভেট টিউশনি করে চলেছেন। এনিয়ে বারবার সরব হয়েছেন গৃহ শিক্ষকদের সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতি। পথে নেমে একাধিকবার প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। কিন্তু তারপরও অনৈতিক এই কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ, আইন ভেঙেই স্কুল শিক্ষকদের একাংশ এই পেশাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। অথচ, প্রশাসনের কোনও হেলদোল নেই। এমনই অভিযোগ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের৷ এরই প্রতিবাদে ও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধের দাবিতে মঙ্গলবার ফের বারাসতের রাস্তায় নামে ওই সংগঠন। এদিন প্রথমে মিছিল করে সংগঠনের সদস্যরা জমায়েত হয় জেলাশাসকের দপ্তরের সামনে। সেখানেই প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। গর্জে ওঠেন স্কুল শিক্ষকদের অনৈতিক এই কাজ নিয়েও। অশান্তি এড়াতে আগেই জেলাশাসকের দপ্তরের দু'দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। ছিল পর্যাপ্ত নিরাপত্তাও। ফলে,এদিন শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় গৃহশিক্ষকদের ডিএম অফিস অভিযান।