বিধাননগর, 24 জানুয়ারি:ইডি দফতরে হাজিরা দিতে এলেন তাপস মণ্ডল ৷ ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে সম্ভাবনা রয়েছে ৷ সোমবার ইমেল মারফত তাপস মণ্ডলকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই অনুযায়ী আজ সকাল দশটা নাগাদ ইডি দফতরে আসেন তিনি ৷ তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) ইডি দফতরে হাজিরা দিতে এসেছেন ৷
দিনকয়েক আগেই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷ তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রথমে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ তারপর তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে বেশ কিছু নথিপ্ত্র পায় ইডি আধিকারিকরা ৷ তার ভিত্তিতে এরপরেই গ্রেফতার করা হয় কুন্তলকে ৷ গ্রেফতার হওয়ার পর জেরায় বারাবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সব দায়ভার তাপস মণ্ডল ও গোপাল দলপতির ঘাড়ে চাপিয়েছেন কুন্তল ৷ ফলে সেই কারণেই ফের তাপস মণ্ডলকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায় বলে মনে করা হচ্ছে । এক্ষেত্রে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর ইডি সূত্রে ।