পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teachers Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে তাপস, কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা - Teachers Recruitment Scam

ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিতে এলেন তাপস মণ্ডল (Tapas Mondal) ৷ কুন্তল ঘোষের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর ৷

Teachers Recruitment Scam
তাপস মণ্ডল

By

Published : Jan 24, 2023, 11:59 AM IST

Updated : Jan 24, 2023, 1:06 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে ইডি দফতরে তাপস মণ্ডল

বিধাননগর, 24 জানুয়ারি:ইডি দফতরে হাজিরা দিতে এলেন তাপস মণ্ডল ৷ ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে সম্ভাবনা রয়েছে ৷ সোমবার ইমেল মারফত তাপস মণ্ডলকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ সেই অনুযায়ী আজ সকাল দশটা নাগাদ ইডি দফতরে আসেন তিনি ৷ তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) ইডি দফতরে হাজিরা দিতে এসেছেন ৷

দিনকয়েক আগেই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷ তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রথমে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ তারপর তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে বেশ কিছু নথিপ্ত্র পায় ইডি আধিকারিকরা ৷ তার ভিত্তিতে এরপরেই গ্রেফতার করা হয় কুন্তলকে ৷ গ্রেফতার হওয়ার পর জেরায় বারাবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সব দায়ভার তাপস মণ্ডল ও গোপাল দলপতির ঘাড়ে চাপিয়েছেন কুন্তল ৷ ফলে সেই কারণেই ফের তাপস মণ্ডলকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায় বলে মনে করা হচ্ছে । এক্ষেত্রে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর ইডি সূত্রে ।

আরও পড়ুন:নজরদারিতে সিসিটিভি, ইডি হেফাজতে নিরাপত্তা বাড়ল কুন্তলের; তবে কি প্রাণ সংশয়?

ইডি দফতরে ঢোকার সময় মঙ্গলবার তাপস মণ্ডল জানান, তিনি নির্ধারিত সময়ে ইডি দফতরে এসেছেন ৷ এরপর সাংবাদিকরা নীলাদ্রি ঘোষের ব্যাপারে তাঁকে প্রশ্ন করেন ৷ তার উত্তরে তিনি বলেন, "নীলাদ্রি নামে একজন আমার কাছে এসেছিলেন।" কুন্তল ঘোষের ফ্লাটে থাকা প্রসঙ্গে তাপস মণ্ডল বলেন, "আমি কোনও দিন কুন্তল ঘোষের ফ্ল্যাটে থাকিনি ।" কুন্তলের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি টাকা তো চাইবোই । টাকা কুন্তলকে দেওয়া হয়েছে ৷ টাকা চাইবো না । চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন কুন্তল ৷ সেই টাকাই চেয়েছি। আমি কেন ব্ল্যাকমেল করতে যাব ।"

Last Updated : Jan 24, 2023, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details