বারাসত, 6 জানুয়ারি : রাজনৈতিক ভেদাভেদ ভুলে অসুস্থ বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । চিকিৎসার প্রয়োজন শুনে অসহায় পরিবারের হাতে তুলে দিলেন স্বাস্থ্যসাথীর কার্ড ।
বারাসত পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে বুধবার তিনি পৌঁছে যান অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে । সেখানেই যুদ্ধকালীন তৎপরতায় ছবি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে কয়েক মিনিটের মধ্যে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হয় অসহায় পরিবারের হাতে । পৌর প্রশাসকের এই মানবিক উদ্যোগে আপ্লুত পরিবারের লোকেরা । চিকিৎসার প্রয়োজনে হাতে পাওয়া স্বাস্থ্যসাথীর কার্ড অনেকটাই ভরসা দেবে বলে মনে করছেন তাঁরা ।
বারাসত পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা রাজু পাল সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত । দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন তিনি । সেই রোগের চিকিৎসা করাতে দ্রুত তাঁকে ভেলোরে নিয়ে যাওয়া জরুরি । তার জন্য বিপুল অর্থের প্রয়োজন । কিন্তু সেই অর্থ জোগাড় করার সামর্থ নেই পরিবারের ।
আরও পড়ুন "ওঁরা আমাদের সুরে সুর মেলাতে পারেনি", শোভন-বৈশাখি প্রসঙ্গে মন্তব্য দিলীপের
কীভাবে অসুস্থ রাজুর চিকিৎসা হবে,তা ভেবেই অস্থির হয়ে পড়েন পরিবারের লোকেরা । সাহায্য চেয়ে মাধববাবু যোগাযোগ করেন ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে । তিনি তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করে বলেন,পরিবারের স্বাস্থ্যসাথীর কার্ড ও চিকিৎসার সুবন্দোবস্ত করে দেওয়া হবে । সেই মতো পরিবারের চারজনের বিমান টিকিটের ব্যবস্থা করে দেন তিনি । এমনকি,চিকিৎসার প্রয়োজনে তড়িঘড়ি স্বাস্থ্যসাথীর কার্ডও তুলে দেওয়া হয় মাধববাবুর পরিবারের হাতে ।
অসুস্থ বিজেপি কর্মীর পাশে বারাসতের তৃণমূল পৌর প্রশাসক দুঃসময়ে স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়ে খুশি অসুস্থ বিজেপি কর্মীর পরিবার । এই বিষয়ে মাধব পাল বলেন, "ছেলের অসুস্থতার জন্য পৌরসভার গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা সম্ভব হয়নি। তখন পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি আশ্বস্ত করেন স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়ার বিষয়ে । তবে,এত তাড়াতাড়ি স্বাস্থ্যসাথীর কার্ড হাতে হাতে পাব, তা কল্পনার বাইরে ছিল । পেয়ে খুব ভাল লাগছে । আশা করছি ছেলের চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের সুফল পাওয়া যাবে ।"
আরও পড়ুন "পুলিশ ও সরকারি আধিকারিকরা বুঝতে পারছেন না যে তাঁরা আগুন নিয়ে খেলছেন"
অন্যদিকে, বিষয়টি নিয়ে পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন,"রাজু অন্য দলের সঙ্গে যুক্ত থাকলেও মানবিক কারনেই ওঁর পরিবারের পাশে দাঁড়িয়েছি। মানুষের বিপদে রাজনৈতিক রং না দেখে কাজ করতে হবে । এটাই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন । আমরা তাঁর পথ অনুসরণ করে চলছি ।"