মধ্যমগ্রাম, 23 ডিসেম্বর : তৃণমূলের হতাশা যত বাড়ছে তত রাজনৈতিক হিংসা ও খুনোখুনি বাড়ছে। পুলিশের উচিত রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই খুনের যথাযথ তদন্ত করা। নিহত বিজেপি কর্মী অশোক সর্দারের খুনের প্রসঙ্গে এই মন্তব্য করলেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ।
মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের চৌমাথায় দেহ নিয়ে অবরোধের মাঝে তিনি বলেন, "নবান্ন থেকে এই খুনকে আত্মহত্যা বলে চাপানোর চেষ্টা করা হচ্ছে। কেউ গুলি করে আত্মহত্যা করতে যাবে কেন? মৃতের ছেলে এর পিছনে তৃণমূলের একাংশ জড়িত আছে বলে অভিযোগ করেছে। তাই পুলিশের উচিত সঠিক তদন্ত করা।" এরপরই তৃণমূলকে আক্রমণ করে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "ওরা আর কত রক্ত ঝরাবে । লাশের রাজনীতি করবে । ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের হতাশা তত বাড়ছে। সেই কারণে হিংসা ও খুনোখুনিতে মেতে উঠেছে শাসকদল। আমরা এর তীব্র নিন্দা করছি।"