পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হতাশা থেকেই হিংসা ও খুনের রাজনীতি করছে তৃণমূল : স্বপন দাশগুপ্ত - হতাশা থেকেই তৃণমূল হিংসা ও খুনের রাজনীতি করছে

মধ্যমগ্রামের রোহান্ডা চণ্ডীগড় এলাকায় এক ব্যক্তিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । মৃত ব্যক্তি এলাকায় প্রোমোটারি ব্যবসায় যুক্ত ছিলেন ৷ মৃতের ছেলের অভিযোগ বিজেপি করায় তাঁর বাবাকে খুন করেছে তৃণমূল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় তীব্র নিন্দা করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ।

madhyamgram murder case
যশোর রোডের উপর দেহ রেখে শুরু হয় বিজেপি কর্মীদের অবরোধ

By

Published : Dec 23, 2020, 8:54 AM IST

মধ্যমগ্রাম, 23 ডিসেম্বর : তৃণমূলের হতাশা যত বাড়ছে তত রাজনৈতিক হিংসা ও খুনোখুনি বাড়ছে। পুলিশের উচিত রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই খুনের যথাযথ তদন্ত করা। নিহত বিজেপি কর্মী অশোক সর্দারের খুনের প্রসঙ্গে এই মন্তব্য করলেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ।

মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের চৌমাথায় দেহ নিয়ে অবরোধের মাঝে তিনি বলেন, "নবান্ন থেকে এই খুনকে আত্মহত্যা বলে চাপানোর চেষ্টা করা হচ্ছে। কেউ গুলি করে আত্মহত্যা করতে যাবে কেন? মৃতের ছেলে এর পিছনে তৃণমূলের একাংশ জড়িত আছে বলে অভিযোগ করেছে। তাই পুলিশের উচিত সঠিক তদন্ত করা।" এরপরই তৃণমূলকে আক্রমণ করে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "ওরা আর কত রক্ত ঝরাবে । লাশের রাজনীতি করবে । ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের হতাশা তত বাড়ছে। সেই কারণে হিংসা ও খুনোখুনিতে মেতে উঠেছে শাসকদল। আমরা এর তীব্র নিন্দা করছি।"

তৃণমূল হিংসা ও খুনের রাজনীতি করছে, অভিযোগ স্বপন দাশগুপ্তের

আরও পড়ুন : দিন-দুপুরে গুলি, মৃত এক মধ্যমগ্রামে

মঙ্গলবার রাত আটটা নাগাদ মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে আসা হয় মধ্যমগ্রামের চৌমাথায়। এরপর যশোর রোডের উপর দেহ রেখে শুরু হয় বিজেপি কর্মীদের অবরোধ। চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনও। অবরোধ ও বিক্ষোভের জেরে প্রায় আধঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোডের যানচলাচল। পরে দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয় শ্মশানের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থানে।

ABOUT THE AUTHOR

...view details