পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 15, 2023, 10:48 PM IST

ETV Bharat / state

Suvendu on Awas Yojana Scam: 'আবাস যোজনার টাকা ফেরত না দিলে ক্রিমিনাল কেস', হুঁশিয়ারি শুভেন্দুর

আবাস যোজনার টাকা ফেরত না দিলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মিড ডে মিল ও আবাস যোজনার দুর্নীতি নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে তোপ দেগেছেন তিনি ৷

Awas Yojana Scam
শুভেন্দু আধিকারী

ক্রিমিনাল কেস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শ্যামনগর, 15 জানুয়ারি: মিড ডে মিল ও আবাস যোজনায় দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী (Opposition Leader Suvendu Adhikari) ৷ শ্যামনগরে শনিবার বিজেপির একটি কর্মী সভায় যোগ দেন তিনি ৷ সেখান থেকেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে (Mamata Banerjee government) একহাত নিলেন নন্দীগ্রামের বিধায়ক । তিনি এদিন দাবি করেন আবাস যোজনার বাড়ি নিয়ে ববি হাকিম যা বলছেন, সব মিথ্যে ।

তৃণমূল সরকারকে তোপ বিরোধী দলনেতার: তিনি বলেন, "কেন্দ্র থেকে বাড়ি এসেছে 11 লক্ষ 26 হাজার । এখানে 31 লক্ষ ফর্ম ফিলাপ করানো হয়েছে । এমনিই তো বাদ হয়ে যাবে নাম ৷ আমরা কেন্দ্রকে বলেছি তদন্ত করে দেখার জন্য । যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা যেন বাড়ি পায় এবং অযোগ্য লোক যদি বাড়ি পায়, তাহলে হয় টাকা ফেরত করাব, না হলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা হবে ।"

মিড ডে মিলে দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী: এদিন রাজ্য সরকারকে বিঁধে তিনি বলেন, "মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতি করেছে তৃণমূল । আমার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা হয়েছে ৷ তিনি বলেছেন, আমার দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে যে কেন্দ্রীয় দল আসছে, তারা সাতদিনের মধ্যে রিপোর্ট দেবে । কোভিডের সময় দু'বছর স্কুল বন্ধ ছিল । সে সময় 9 লক্ষ 56 কোটি কেজি চালের নয়ছয় হয়েছে । মিড ডে মিলের টাকা যে অ্যাকাউন্টে আসে, সেটি একটি নোডাল অ্যাকাউন্ট । সেই অ্যাকাউন্টে 100 শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারের । এই টাকার সুদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন খাতে খরচ করা হয়েছে ।"

টাকা খরচ নিয়ে অভিযোগ বিরোধী দলনেতার: তিনি আরও বলেন, "নীল-সাদা মঞ্চ, তার হাসিমুখে ছবির প্ল্যাকার্ড, তাঁকে ধন্যবাদ জানানোর প্ল্যাকার্ড, সবই ওই টাকায় করা হয়েছে । ওই টাকা থেকে 2020 ও 2022 সালে দুয়ারে সরকারে খরচ করেছে । মিড-ডে মিলের চালের থেকে স্কুলের স্যানিটাইজার, মাস্কের জন্য দেওয়া টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ আমি এর অ্যাকাউন্টের পুরো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছি এবং কোন খাতে কত খরচ হয়েছে তার ডিটেলসও পাঠিয়েছে ৷"

আরও পড়ুন:আবাসে গর্জে উঠেও মমতার কাছে কাজ শেখার নিদান শত্রুঘ্নর !

ABOUT THE AUTHOR

...view details