বনগাঁ (উত্তর 24 পরগনা), 18 অক্টোবর: বিধানসভায় বিজেপির (BJP) বিধায়ক, আর তাঁকে বনগাঁ জেলার সভাপতি করেছে তৃণমূল (Trinamool Congress) । এ এক আজব পার্টি । চিড়িয়াখানায়ও এমন সার্কাস দেখা যায় না । উত্তর 24 পরগণার বনগাঁয় দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
এদিন তিনি আরও বলেন, "উপ নির্বাচন নয়, বাগদায় 2024 সালে এক সঙ্গে ভোট হবে ।" শুভেন্দুর মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করে বনগাঁর বিশ্বজিৎ দাস বলেন, "এই প্রশ্নটা শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে (Sisir Adhikari) করলে উত্তরটা পেয়ে যাবে ।" বিশ্বজিতের যুক্তি, ‘‘আমি তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি । একজন জন প্রতিনিধি সব কিছুর উর্ধ্বে ।’’
এদিন মতুয়া গড়ে এসে ফের একবার সিএএ (CAA) অস্ত্রে শান দিলেন বিরোধী দলনেতা । সিএএ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা জিতে গিয়েছেন সিএএ পাস হয়েছে । দিল্লিতে গিয়ে আমি সিএএ নিয়ে প্রশ্ন করেছিলাম । অচিরেই সিএএ চালু হবে ।"