বারাসত, 22 মে : "আলোরানি সরকার একজন বাংলাদেশি ভোটার । তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে বিধানসভা ভোটে যদি উনি কোনওভাবে জিতে যেতেন তাহলে কী অবস্থা হত একবার ভাবুন । বিধায়ক হয়ে এখানে একবার মমতা বন্দ্য়ােপাধ্যায়কে সমর্থন করতেন । বাংলাদেশে গিয়ে আবার খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন ।" তৃণমূল নেত্রী আলো রানি সরকারের বাংলাদেশের নাগরিক হওয়া হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu comments on Alo Rani Sarkar)।
শনিবার রাতে বারাসতে জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, "আসলে মমতা বন্দ্য়ােপাধ্যায় ও তাঁর সহযোগীরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-2 বানাতে চাইছে । যে কারণে বঙ্গবন্ধু মুজিবর রহমান হত্যায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের কেউ কোয়াক ডাক্তার সেজে গোবরডাঙায় লুকিয়ে থাকে । আবার তাদের একজন মাজেদ মাস্টার পার্কসার্কাসে লুকিয়ে থাকে । পরে এনআইএ তাকে ধরে বাংলাদেশে ফাঁসিতে ঝোলায় । এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা । ফলে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে । অনুপ্রবেশের জেরে বাংলার আর্থ-সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে । এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীদের বাংলায় একসময় সিপিএম লালন পালন করেছে । এখন তৃণমূল কংগ্রেস তার পরিপূর্ণতা দিয়েছে ৷"
আরও পড়ুন :দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী