পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Sourav: ধান্দাবাজি করে উপার্জন করতে চান; সৌরভকে তীব্র কটাক্ষ শুভেন্দুর - সৌরভকে কটাক্ষ শুভেন্দুর

গণেশ পুজোর উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কী কী বললেন তিনি ?

Etv Bharat
সৌরভকে কটাক্ষ শুভেন্দুর

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:07 AM IST

Updated : Sep 18, 2023, 10:47 AM IST

সৌরভকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা

সোদপুর, 18 সেপ্টেম্বর: গণেশ পুজোর উদ্বোধন করতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় সোদপুর পানিহাটির ঘোলা থানার অন্তর্গত শ্রীপল্লীতে গণেশ মূর্তি উন্মোচন করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন বিজেপি নেতা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা খরচ করে মুখ্যসচিব ও তাঁর পারিষদগণদের নিয়ে বিদেশযাত্রা করছেন। প্রতিনিধি দলে শিল্পমন্ত্রী নেই এবং ক্রীড়ামন্ত্রী নেই। যদিও তাঁরা সবাই ল্যাম্পপোস্ট । তার জন্য তাঁদের নিয়ে যাননি।" এরপরই তিনি জানান, করদাতারা আশা করবেন মুখ্যমন্ত্রী বিদেশ থেকে শিল্প আনবেন। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হচ্ছে না।

পাশাপাশি, সৌরভ গঙ্গোপাধ্যায় কোথায় বিনিয়োগ করবেন অথবা তাঁর সঙ্গে স্পেনের কী সম্পর্ক সে বিষয়টি এখানে গুরুত্ব পাচ্ছে কেন সে প্রশ্নও তোলেন শুভেন্দু। তাঁর কথায়, " মমতা বন্দ্যোপাধ্যায় 20 কোটি টাকা খরচ করছেন। সেটা টাকা জনগণের টাকা । পশ্চিমবঙ্গের জনগণকে বলে গিয়েছেন আমি শিল্প আনতে যাচ্ছেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেহালা থেকে মাদ্রিদে আবার মাদ্রিদ থেকে থেকে শালবনি নিয়ে যাওয়া হচ্ছে। এটা বিনিয়োগও নয়, শিল্প নয়। এগুলো সবই মিথ্যে ।"

তিনি আরও বলেন, "ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করি। আমি তাঁকে চিনি ব্যক্তিগতভাবে। উনি সবসময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন ৷ একসময় অশোক ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে স্পোর্টস অ্যাকাডেমি করবেন বলে জমি নিয়েছিলেন। সেই জমিতে স্পোর্টস অ্যাকাডেমি হয়নি । সেখানে স্কুল করতে গিয়েছিলেন। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে জমি ফেরত দিতে হয়। এরপর আবার উনি নিউটাউনের জমি নিয়েছেন ৷ এসব ধান্দাবাজি করেই অর্থ উপার্জন করতে চান। শালবনিতে আগে কিছু হয়নি। এখনও কিছু নেই। ভবিষ্যতেও কিছু হবে না। শুধু তাই নয়, নিউটাউনে কিছু করতে গেলে সেখানকার সিন্ডিকেটের খবরদারি সহ্য করতে হয়। তাদের থেকে যাবতীয় জিনিসপত্র কিনতে হয়। কোনও কোম্পানি কোন সরঞ্জাম দেবে সেটাও তারা নির্ধারণ করে। যতদিন এই সরকার রয়েছে ততদিন এখানে কোনওকিছুই সম্ভব নয়।"

আরও পড়ুন : ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্বপ্নপূরণের আশায় বুক বাঁধছেন জমিদাতারা

Last Updated : Sep 18, 2023, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details