পানিহাটি, 16 অগস্ট:ব্যারাকপুরের সাংসদ তথা একদা তাঁর সতীর্থ অর্জুন সিংকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসে পানিহাটি সুখচর গির্জা মোড়ের কাছে ভারত মাতার পুজোয় এসেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংকে ।
শুভেন্দু বলেন, "উনি বর্তমানে যে দলে আছেন সেখানে ওনার সাথে মনে হয় বনিবনা হচ্ছে না । উনি নিজেও চিন্তায় আছেন উনি আদৌ টিকিট পাবেন কি না ? ভাইপোর সঙ্গে উনার যে চুক্তি হয়েছিল সেটি এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিছু হয়নি ।" অবশ্য এর পালটা দিয়েছেন অর্জুন সিংও ৷ তিনি বলেন, "আমি জানি উনি ব্যারাকপুরের চার্জে আছেন। যদি ক্ষমতা থাকে তাহলে এখান থেকে উনি ভোটে দাঁড়ান। তাহলেই বুঝে যাবে কত ধানে কত চাল । মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে গণতান্ত্রিক উপায়ে নয় লোডশেডিং করে হারিয়েছেন উনি। আমি চাই উনি যাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আমার প্রতিদ্বন্দ্বিতা করেন ।"