পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Mamata-Amit Meeting: বিএসএফের চৌকি গড়া নিয়ে জমিজট কাটাতে মমতা-অমিত একান্ত বৈঠক, দাবি শুভেন্দুর - গরুপাচার কাণ্ড

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠক হয় ৷ ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বিএসএফ (BSF) সংক্রান্ত জমিজট কাটাতেই একান্ত বৈঠক বলে দাবি শুভেন্দু অধিকারীর ৷

ETV Bharat
বিজেপির সাংবাদিক বৈঠক

By

Published : Dec 17, 2022, 4:19 PM IST

Updated : Dec 17, 2022, 6:38 PM IST

বিমানবন্দরে শুভেন্দুর সাংবাদিক বৈঠক

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের (Eastern Zonal Council) বৈঠকে যোগ দেওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ কিন্তু কী নিয়ে আলোচনা হল তাঁদের মধ্যে ? এই প্রশ্নই আপাতত ঘুরছে রাজনৈতিক মহলে ৷

রাজ্য প্রশাসনের তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা না হলেও বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর দাবি, বিএসএফের (BSF) 72টি চৌকি গড়া নিয়ে যে জমিজট রয়েছে, তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে আলোচনা করেছেন অমিত শাহ ৷

শুভেন্দুর দাবি, রাজ্য সরকার চৌকি তৈরির জন্য জমি দিচ্ছে না ৷ পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে বিএসএফ সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন ৷ সেই সব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই নিয়ে রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ৷

এদিন নবান্ন থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ ৷ সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন ৷ তার আগে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দেখা করেন ৷ সেই প্রতিনিধি দলে বঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার পর বাইরে এসে শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক দেড় মিনিট মুখোমুখি সাক্ষাৎ হয় ৷ সেখানে তিনি মমতার সঙ্গে বৈঠক নিয়ে জানতে চান ৷ তখনই অমিত শাহ তাঁকে জানান যে বিএসএফের 72টি চৌকি গড়া নিয়ে যে জমিজট রয়েছে, তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে হয়েছে ৷

যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিছু জানাননি ৷ রাজ্য প্রশাসনের তরফে এই বৈঠক নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ তবে শুভেন্দু এই দাবি করার পাশাপাশি জানিয়েছেন, বিএসএফের জন্যই গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্তরা গ্রেফতার হচ্ছেন ৷ দেশের অন্যান্য অংশে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ শুধু পশ্চিমবঙ্গে অনেকাংশে এই কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে ৷

তিনি আরও জানান, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রক জমি কিনে চৌকি তৈরি করুক ৷ পশ্চিমবঙ্গের মানুষকে অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচাতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে তিনি জানান ৷

এদিকে এদিন পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের বৈঠকেও সীমান্ত সমস্যার বিষয়টি উঠেছিল ৷ সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যের উপরও বর্তায় বলে অমিত শাহ সেখানে জানান বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীও বিএসএফকে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন বলে ওই সূত্র জানিয়েছে ৷

আরও পড়ুন:সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ

Last Updated : Dec 17, 2022, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details