ব্যারাকপুর, 17 নভেম্বর: নৈহাটিতে 'বড়মা'র মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ৷ তাঁর পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বাদ গেল না মহুয়া মৈত্রর প্রসঙ্গও ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার হালিশহরের হাজিনগরে ছটপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু ৷
সেখানে মঞ্চে কারও নাম না উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "একটি চোর এখানে মাতৃ প্রতিমা দর্শন করতে এসেছিল ৷ চোরেরও মাতৃ প্রতিমা দর্শন করার অধিকার রয়েছে ৷ তা নিয়ে কিছু বলার নেই ৷ কিন্তু সেই চোর আসার আগেই যাঁরা চোরকে ধরবেন, তাঁরা মা-কে প্রণাম করে গিয়েছেন ৷ মা-ও তাঁদের আশীর্বাদ করেছেন ৷ দায়িত্বশীল সংস্থার চোরকে ধরার অধিকার রয়েছে ৷" এখানেই রাজনৈতিক মহলের একটা বড় অংশের অনুমান, কারও নাম না করলেও অভিষেকের সফরকেই কটাক্ষ করেছেন শুভেন্দু ।
মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু বলেন, "এই সরকার চোরের সরকার ৷ নিয়োগ দুর্নীতির দায়ে গোটা শিক্ষা দফতর এখন জেলে ৷ এরা গরিবের চাল-গম চুরি করতেও ছাড়ে না ৷ এই দুর্নীতিবাজ সরকারকে বাংলা থেকে উৎখাত করতেই হবে ৷ এছাড়া আর কোনও উপায় নেই ।"