শ্যামনগর, 26 মে : শ্যামনগরে কর্মিসভায় শুভেন্দু অধিকারী একটিও কথা খরচ করলেন না অর্জুন সিং বা পবন সিং-এর বিরুদ্ধে (Suvendu Adhikari at Party meeting in Shyamnagar)। তিনি বলেন "আজ আমরা 8 জন কর্মীকে বিজেপিতে যোগদান করিয়েছি । তারা আমাদের দল ছেড়ে দিয়েছিলেন অর্জুন সিং দলে আসায় । আমরা ছয় মাসের মধ্যে 8000 কর্মী বিজেপিতে যোগদান করাব । আমরা বুথগুলোকে শক্তিশালী করার কাজে নেমেছি । সেই কাজটাই করব ।"
এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না ৷ শুভেন্দু বলেন, "বিজেপি, সিপিএম এমন একটা দল, যেখানে দলই শেষ কথা বলে । এখানে কোনও ব্যক্তিবাদ নেই । এটা তৃণমূল বা কংগ্রেস নয়, যেখানে গান্ধীবাদ আর বন্দ্যোপাধ্যায় বাড়ি কাজ করবে ।" অর্জুন সিং, পবন সিং প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী নাম না-করে কিছু সংবাদমাধ্যমকে আক্রমণ করেন । তিনি বলেন, "পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায় ও কয়লা কেলেঙ্কারি থেকে চোখ সরানোর জন্য পরিকল্পিতভাবে গত কয়েকদিন ধরে এ ধরনের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে ।"