দেগঙ্গা, 9 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর আশঙ্কা, "ইডির কাছে আত্মসমর্পণ না করে শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেয়, তাহলে তাঁকে এনকাউন্টারও করে দিতে পারে ।’’
মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে বিজেপির এক বুথভিত্তিক কর্মী সম্মেলনে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই মঞ্চে দাঁড়িয়ে শেখ শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে বামেদেরও এ দিন টেনে এনেছেন নন্দীগ্রামের বিধায়ক । শুভেন্দুর কথায়, "শেখ শাহজাহানের গুরুদেব হলেন সন্দেশখালির একদা সিপিএম নেতা মোসলেম শেখ । যিনি লাল ঝান্ডা করে পুকার, ইনক্লাব জিন্দাবাদ করতেন । সরবেড়িয়ায় ভোট করতে দিতেন না চাচা মোসলেম শেখ । সেই মোসলেম শেখের হাতেই রাজনীতির হাতেখড়ি শেখ শাহজাহানের ৷"
এরপরই শেখ শাহজাহানের দলবদল প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, "2013 সালে পাল্টি খেয়ে সিপিএমের জার্সি বদল করে শাহজাহান তৃণমূলে ভিড়ে মাতব্বরি শুরু করেছে । জ্যোতিপ্রিয় মল্লিক এবং নারায়ণ গোস্বামীর মধ্যস্থতায় সে বস্তা বস্তা ভর্তি টাকা ভাইপার কাছে পৌঁছে দিয়েছে । সেই টাকার ভাগ বালু, নারায়ণ যেমন খেয়েছে, তেমনই খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । সিপিএম আমলে শেখ শাহজাহান কয়েক কোটি টাকা কামিয়েছে । আর এখন সে হাজার কোটি টাকার মালিক ৷"
এদিকে, সন্দেশখালিতে বারবারই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "কেন রোহিঙ্গাদের বসতি গড়ে উঠবে সেখানে ? রোহিঙ্গারা মায়ানমার থেকে আসা । ...তাঁদের সন্দেশখালিতে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে। শাহজাহান তাঁর বাড়ির আশপাশে সমস্ত জমি কেড়ে নিয়ে নিজের নামে করে রেখেছে । সরকারি জমিও বাদ যায়নি জমি হাঙরদের থেকে । জমি লুঠ করেছে । ভেড়ি লুঠ করেছে । এখন রেশনের খাদ্য সামগ্রীও লুঠ করছে এঁরা ৷"