পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানকে এনকাউন্টার করে দিতে পারে রাজ্য পুলিশ ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার দেগঙ্গার সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাই তিনি ওই তৃণমূল নেতাকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:01 PM IST

Updated : Jan 10, 2024, 9:36 AM IST

শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর

দেগঙ্গা, 9 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডে 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর আশঙ্কা, "ইডির কাছে আত্মসমর্পণ না করে শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেয়, তাহলে তাঁকে এনকাউন্টারও করে দিতে পারে ।’’

মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে বিজেপির এক বুথভিত্তিক কর্মী সম্মেলনে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই মঞ্চে দাঁড়িয়ে শেখ শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে বামেদেরও এ দিন টেনে এনেছেন নন্দীগ্রামের বিধায়ক । শুভেন্দুর কথায়, "শেখ শাহজাহানের গুরুদেব হলেন সন্দেশখালির একদা সিপিএম নেতা মোসলেম শেখ । যিনি লাল ঝান্ডা করে পুকার, ইনক্লাব জিন্দাবাদ করতেন । সরবেড়িয়ায় ভোট করতে দিতেন না চাচা মোসলেম শেখ । সেই মোসলেম শেখের হাতেই রাজনীতির হাতেখড়ি শেখ শাহজাহানের ৷"

এরপরই শেখ শাহজাহানের দলবদল প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, "2013 সালে পাল্টি খেয়ে সিপিএমের জার্সি বদল করে শাহজাহান তৃণমূলে ভিড়ে মাতব্বরি শুরু করেছে । জ্যোতিপ্রিয় মল্লিক এবং নারায়ণ গোস্বামীর মধ্যস্থতায় সে বস্তা বস্তা ভর্তি টাকা ভাইপার কাছে পৌঁছে দিয়েছে । সেই টাকার ভাগ বালু, নারায়ণ যেমন খেয়েছে, তেমনই খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । সিপিএম আমলে শেখ শাহজাহান কয়েক কোটি টাকা কামিয়েছে । আর এখন সে হাজার কোটি টাকার মালিক ৷"

এদিকে, সন্দেশখালিতে বারবারই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "কেন রোহিঙ্গাদের বসতি গড়ে উঠবে সেখানে ? রোহিঙ্গারা মায়ানমার থেকে আসা । ...তাঁদের সন্দেশখালিতে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে। শাহজাহান তাঁর বাড়ির আশপাশে সমস্ত জমি কেড়ে নিয়ে নিজের নামে করে রেখেছে । সরকারি জমিও বাদ যায়নি জমি হাঙরদের থেকে । জমি লুঠ করেছে । ভেড়ি লুঠ করেছে । এখন রেশনের খাদ‍্য সামগ্রীও লুঠ করছে এঁরা ৷"

সন্দেশখালি কাণ্ডে শেখ শাহাজাহান কোথায় ? এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, ঠিক তখনই এ দিনের সভা মঞ্চ থেকে শাহজাহানের গতিবিধি নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "শেখ শাহজাহান কোথায়,তা আমি জানি । পুলিশ জানে না । সন্দেশখালি থেকে ধামাখালি । 11 কিলোমিটারের মধ্যে তিনি ঘোরাফেরা করছেন । বেড়মজুর 1 ও 2 পঞ্চায়েতের মধ্যে । গতকাল রাজীব কুমার নির্দেশ পাঠিয়েছে শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে । আমি প্রকাশ্য সভা থেকে আবেদন করছি তাঁর কাছে । তিনি যেন তাঁর দুষ্কর্মের যাবতীয় কথা ইডিকে বলে দেন । বালুকে কত টাকা দিতেন । নারায়ণ গোস্বামীকে কত টাকা দিতেন । মমতাকে কত টাকা দিতেন, সবকিছু বলে দিন । পুলিশের কাছে কখনও ধরা দেবেন না । তাহলেই জীবনহানির আশঙ্কা থাকতে পারে ৷"

অন‍্যদিকে, এ দিন দুর্নীতির প্রসঙ্গে বামেদেরও একহাত নিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর মতে, "মীনাক্ষী মুখোপাধ্যায়ের জ‍্যাঠা-কাকারাই চুরির হাতেখড়ি দিয়েছে । সেটাই এখন 'চোর' মমতা বহন করে চলেছে ৷" এই নিয়ে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে মমতার সরকারকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী ।

এ দিনের সভা থেকে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে নিশানা করেন রাজ‍্যের বিরোধী দলনেতা । শুভেন্দু বলেন, "বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) জেলে গিয়েছে । তাই নারায়ণ গোস্বামী আপনি বেশি লাফালাফি করবেন না । আপনার কুকীর্তির সব তথ্য রয়েছে আমার কাছে । কিভাবে জেলার বিগত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আপনি গরুপাচার করে মোটা টাকা কামিয়েছেন, সিবিআইয়ের কাছে সেই রিপোর্টও রয়েছে ৷"

আরও পড়ুন:

  1. শাহজাহান শেখের নামে খুনের অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
  2. তৃণমূলের শাহজাহান নাকি নামে-বেনামে কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক !
  3. তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহানের গ‍্যারাজ থেকে মিলল সরকারি ছাপ দেওয়া ত্রিপলের স্তুপ
Last Updated : Jan 10, 2024, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details