হাবরা, 3 অক্টোবর : রাতে হঠাৎ কালো পোশাক পরা এক দুষ্কৃতী হামলা চালালো গৃহস্থের বাড়িতে ৷ সবাই মিলে খাওয়া সেরে গল্প করছিলেন, সেই সময় আচমকা তলোয়ার উঁচিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতী ৷ শনিবার রাত সাড়ে 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরার রাওতারা বিশ্বাস পাড়া এলাকায় । দুষ্কৃতীকে বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নাজমুন নাহার ৷ তাঁর বয়স 42 বছর ৷
আহত মহিলার দাদা আসরাফুল আলম জানালেন, খাওয়ার পর তিনি শুয়ে পড়েছিলেন ৷ বাকি সদস্যরা গল্প করছিলেন অন্য ঘরে ৷ তিনি পরে উঠে দেখেন তাঁর বোন নাজমুন নাহারের সামনে একজন কালো পোশাক পরা, কালো মুখোশে মুখ ঢাকা ব্যক্তি দাঁড়িয়ে ৷ তার হাতে কালো রঙের দীর্ঘ তলোয়ার ৷ তিনি প্রথমে এটা মা-ছেলের মধ্য়ে মজা ভাবলেও পরে বুঝতে পারেন যে কোনও দুষ্কৃতী হামলা চালাতে বাড়ি ঢুকেছে ৷ বাইরে বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতী ৷ কিন্তু গুরুতর জখম হয়েছেন নাজমুন নাহার ৷