মধ্যমগ্রাম, 5 এপ্রিল : সকাল থেকে এখন পর্যন্ত রাজ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেলা গড়ার সঙ্গে সঙ্গে জানা গিয়েছে এবার কোরোনার উপসর্গ নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি মধ্যমগ্রামের এক রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ ওই ব্যক্তি বয়স প্রায় 71 বছর ৷ গতকাল রাতে তাঁর সোয়াবের নমুনার পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে বলে খবর । বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর ।
কোরোনার উপসর্গ নিয়ে যে ওই রাজনৈতিক ব্যক্তিত্ব বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি রয়েছেন, সেকথা স্বীকার করেছেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক । তবে,জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এবিষয়ে এখনও অবধি কোনও খবর নেই বলে দাবি করেছেন উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা । মধ্যমগ্রামে কোরোনা আক্রান্ত, খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে, আট-দশ দিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি । প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছিলেন তিনি । কিন্তু কিছুতেই জ্বর কমছিল না তাঁর । এরই মধ্যে বৃহস্পতিবার আরও অসুস্থ হয়ে পড়েন । জ্বরের সঙ্গে শুরু হয় প্রবল শ্বাসকষ্টও । সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই ব্যক্তিকে নিয়ে যান কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই ওই ব্যক্তির লক্ষণ দেখে চিকিৎসকদের কোরোনা সন্দেহ হয় ৷ তারপরই তাঁকে বেলেঘাটার আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় । সেই মতো পরিবারের লোকেরা তাঁকে সেখানে নিয়ে যান ৷ যদিও বেলেঘাটা আইডি থেকে ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে । সেখানেই দু'দিন ভরতি ছিলেন তিনি ।
সেখান থেকেই তাঁর সোয়াবের পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় নাইসেডে । সূত্রের খবর, গতকাল রাতে নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে । এরপর, তড়িঘড়ি ফের তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে । সেখানেই এখন কোরোনার উপসর্গ নিয়ে ভরতি রয়েছেন ওই ব্যক্তি । এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ।
এবিষয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"গতকাল রাতে ওই ব্যক্তির কোরোনার সোয়াবের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে । এই খবর জানার পরই আমরা বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি । আক্রান্তের পরিবারের পাঁচজনকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে । এছাড়া, তাঁর সঙ্গে যে সমস্ত দলীয়কর্মীরা খাদ্য সামগ্রী কর্মসূচির বিলিতে বেরিয়েছিলেন, তাঁদের ও তাঁদের সংস্পর্শে আসা 15-20 জন ব্যক্তিকেও হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ।" তিনি আরও জানান, "ওই ব্যক্তির বাড়ির চারপাশে ও ওই ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পৌরসভার তরফে জীবাণুমুক্ত করার কাজে হাত দেওয়া হয়েছে । আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি । পাশাপাশি, মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদনও করছি ৷"
এবিষয়ে উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা বলেন, "ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন কিংবা কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি আছেন এরকম কোনও খবর এখনও পর্যন্ত আমার কাছে আসেনি । পৌরপ্রধানের কাছে খবর থাকতে পারে, তবে আমার কাছে এরকম কোনও খবর নেই । বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে । তারপরই এবিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারব ৷"এর আগে মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে কেরালার বাসিন্দা এক নার্সের কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল । এবার ওই এলাকার এক রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ যা উদ্বেগ বাড়িয়েছে এলাকার বাসিন্দাদের ৷ সকাল থেকে এখন পর্যন্ত সূত্র মারফত রাজ্যজুড়ে কোরোনা ভাইরাসে মৃত ও আক্রান্তের খবর আসলেও এখন পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনও কিছু জানানো হয়নি ৷