বারাসত, 15 সেপ্টেম্বর : "সিঙ্গুরে কারখানা তাড়িয়ে মুখ্যমন্ত্রী সরষে বুনতে গেছিলেন । কিন্তু, ফুটেছে বড় পদ্মফুল ।" আজ বিকেলে বারাসতে দলীয় এক সভায় যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় আক্রমণ করেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "এরাজ্যে BJP-কে জায়গা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । এরাজ্যে RSS-র সবচেয়ে বড় চর যদি কেউ থাকে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"
সভা শেষে বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, "শিল্প, স্বাস্থ্য, কর্মসংস্থান ও শিক্ষার অধিকারের দাবিতে ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে যাচ্ছিল । অথচ, এদের মোকাবিলা করার জন্য জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করা হল । ওরা তো ভাঙচুর করতে যায়নি । পুলিশকে মারতেও যায়নি । এসব দিয়ে যখন বাগে আনা গেল না, তখন ছাদের উপর থেকে ঢিল ছুড়তে শুরু করল তৃণমূল ।" এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, "অবশ্য কে তৃণমূল, আর কে BJP তা বোঝা মুশকিল । তৃণমূল, BJP-র সঙ্গে পুলিশের পার্থক্য করা মুশকিল ।"
শুনুন সূর্যকান্ত মিশ্রের বক্তব্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সূর্যকান্ত বলেন, "ওঁর সরকার ভয় পেয়েছে । সেটা বোঝা যাচ্ছে । প্রথম থেকেই ভয়ে ছিলেন । এখন আরও ঘাবড়ে গেছেন । তৃণমূল যা করছে, তাতে মুখ্যমন্ত্রী নিজের বিপদ নিজেই ডেকে আনছেন ।" NRC ইশুতেও মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন CPI(M)-র রাজ্য সম্পাদক । সভামঞ্চ থেকে তিনি বলেন, "দিদি ও দাদা মাঝেমাঝে রামমন্দির, তিন তালাক, NRC ইশু আনবে । ভয় পাবেন না ।"
সভায় যোগ দিতে আসা দলীয় কর্মীদের উদ্দেশে তিনি কিছু পরামর্শও দেন । বলেন, "বুথে বুথে সংগঠন গড়ে তুলুন । সেখানে শক্তি না বাড়ালে কিছুই হবে না । স্মার্টফোন নিয়ে বাড়ি বাড়ি যান । সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ভোটার ভেরিফিকেশনের কাজ করুন । নাগরিকদের নাম বাদ দেওয়া থেকে কেন্দ্রকে কোনও সুযোগ দেওয়া যাবে না । মানুষের এজেন্ডা তৈরি করতে হবে । যাতে দিদি ও দাদাকে বেকার বানানো যায় ।"
সভায় দেশের অর্থনৈতিক মন্দার প্রসঙ্গে তিনি বলেন, "সারাদেশে গাড়ি কারখানা বন্ধ করে দিয়েছে মোদি সরকার । ব্যাঙ্ক, বীমা সহ বিভিন্ন সংস্থাগুলোকে বেসরকারিকরণের চক্রান্ত করা হচ্ছে । ফলে, কাজ হারাতে হচ্ছে মানুষকে । কাজ না থাকলে দেশের আর্থিক অবস্থা আরও খারাপ হবে ।" পাশাপাশি তিনি জন্মু-কাশ্মীর থেকে 370 প্রত্যাহার নিয়ে মোদিকে কটাক্ষ করেন । বলেন, "56 ইঞ্চি ছাতি এর আগে কেউ করতে পারেনি । BJP করে দিয়েছে । একদিনে, কয়েক ঘণ্টার মধ্যে সংবিধান থেকে রাজ্যের নাম তুলে দিয়েছে । দেশের ক্ষতি করছে কেন্দ্র । তাই, এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে আমাদের ।"