বনগাঁ, 7 এপ্রিল: লকডাউনের জেরে জরুরি পরিস্থিতিতে রেশনে খাদ্য সামগ্রী বন্টন চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা। কিন্ত, এরই মধ্যে আসছে রেশনে কারচুপির অভিযোগ। যে খবর পৌঁছায় জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষের কাছে। অবশেষে, মঙ্গলবার আচমকাই তিনি একাধিক রেশন দোকান পরিদর্শন করলেন।
দেশে কোরোনা পরিস্থিতিতে টানা লকডাউনে বহু মানুষের রুটিরুজি বন্ধ গিয়েছে। অনাহার বা অর্ধাহারে দিন কাটাচ্ছে বহু পরিবার। রাজ্য সরকারের পক্ষ থেকে দু'টাকা কেজি দরের চাল ও আটা বিনামূল্যে দেওয়া হচ্ছে মূলত এইসব নিম্নবিত্তের মানুষগুলির জন্যেই। তাছাড়া রেশনের অন্য প্রকল্পগুলিও নিয়মিত দেওয়ার কথা। বর্তমানে একটা বড় অংশের মানুষ রেশনের চাল-আটার উপর নির্ভরশীল। ফলে, প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের রেশন দোকানগুলিতে ভিড় হচ্ছে। এমনকী সামাজিক দূরত্ব বজায় থাকছে না বহু ক্ষেত্রেই। এরমধ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অভিযোগ উঠছিল, রেশনে বরাদ্দ জিনিস দেওয়া হচ্ছে না। সেই খবর পৌঁছায় জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষের কাছে।