পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"সংখ্যাগরিষ্ঠতা নেই", পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা সুনীল সিংয়ের - পৌরপ্রধান নিজের আস্থা অর্জন করতে পারেননি

পদত্যাগ করলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং ৷ 13 জন তৃণমূল কাউন্সিলর 16 সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷ আজ ইস্তফা দিয়ে সুনীল সিং বলেন, সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ তাই ইস্তফা দিলেন ৷ ফলে, তৃণমূলের দখলে চলে গেল গারুলিয়া পৌরসভা ।

ছবি

By

Published : Sep 30, 2019, 6:08 PM IST

ব্যারাকপুর, 30 সেপ্টেম্বর : পদত্যাগ করলেন গারুলিয়া পৌরসভার প্রধান সুনীল সিং । আজ এগজ়িকিউটিভ অফিসার (EO)-র কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি ৷

তৃণমূলের টিকিটে 2010 সালে ভোটে দাঁড়িয়ে 21 আসন বিশিষ্ট গারুলিয়া পৌরসভায় পরপর দু'বার প্রধান হিসেবে কার্যভার সামলেছেন সুনীল সিং । ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে BJP-র জয়লাভের পরই BJP-তে যোগ দেন অর্জুন সিংয়ের ভগ্নিপতি ৷ তাঁর সঙ্গে অন্য কাউন্সিলররাও যোগ দেন BJP-তে ৷ মোট 18 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে গারুলিয়া পৌরসভা BJP-র দখলে চলে যায় । এরপর ফের BJP থেকে মুখ ফিরিয়ে কয়েকজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন । যাঁরা তৃণমূল ছেড়ে BJP-তে গেছিলেন তাঁরা প্রত্যাবর্তন করায় স্বাভাবিকভাবেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারায় BJP।

ইস্তফাপত্র

বর্তমানে গারুলিয়া পৌরসভার ওয়ার্ড ভিত্তিক সমীকরণ দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের 13 জন কাউন্সিলর, BJP-র 7 জন কাউন্সিলর এবং একজন ফরওয়ার্ড ব্লকের । এই 13 জন তৃণমূল কাউন্সিলর 16 সেপ্টেম্বর পৌরসভার প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন । আস্থা ভোটে না গিয়ে আজ পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন সুনীল । ফলে তৃণমূলের দখলে চলে যায় গারুলিয়া পৌরসভা ।

ভিডিয়োয় শুনুন সুনীল সিংয়ের বক্তব্য

পদত্যাগের পর সুনীল সিং বলেন, "সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ আমি পদত্যাগ করছি ৷ তবে যে আসছে তার জন্য আমার পূর্ণ সমর্থন রইল ৷ মানুষের জন্য যিনি ভালো কাজ করবেন তাঁকে স্বাগত ৷ গারুলিয়া পৌরসভার জন্য আগামীদিনে যিনি আসছেন ৷ তিনি যদি আমার থেকে ভালো কাজ করেন, তাহলে তাঁর প্রতি আমার সমর্থন থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details