মধ্যমগ্রাম, 28 মে : কোর কমিটির বৈঠক শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে গেলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । স্বীকার করলেন, "হারের পিছনে ত্রুটি তো রয়েছেই, সঙ্গে মানুষের ইচ্ছেও রয়েছে ।" যদিও দলীয় সূত্রে খবর, বৈঠকে তিনি দলের নেতাদের সামনে কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেছেন । সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, দল তাঁকে নোয়াপাড়ার সাংগঠনিক দায়িত্ব না দিলে তিনি দল ছাড়বেন । কারণ, নোয়াপাড়ার সাংগঠনিক রাশ আপাতত পার্থ ভৌমিকের কবজায় ।
তবে, তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে পুরো বিষয়টি এড়িয়ে যান সুনীল সিং । বলেন, "রাজনীতিতে হার-জিত আছেই । আমরাও হেরেছি । মানুষ যাকে ভোট দিয়েছে সে জিতেছে । এটাকে বলে ভোটিং পাওয়ার । আমরা নিচুতলায় বসে দলকে আবার ওই জায়গায় আনব । আমরা যদি ঠিকভাবে নিজেদের হারের মূল্যায়ন করতে পারি তাহলে আবার 2021-এ জিতব ।" আপনাকে নিয়ে জল্পনা চলছে । কথা শেষ করতে না দিয়েই তিনি বলেন, "আমার উপর দলের আস্থা রয়েছে, আমারও দলের উপর আস্থা রয়েছে । বিশেষ করে দলনেত্রীর উপর । তবে, মানুষ যা ঠিক করবে তাই হবে । আমি দল ছেড়ে যাচ্ছি না ।"