পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Mujamdar: 'ডিসেম্বর পড়ে গিয়েছে, আর বেশি দিন বাকি নেই...', কী ইঙ্গিত সুকান্তর ? - সুকান্ত মজুমদার

ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, আর বেশিদিন নেই, ব্যারাপুরের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujamdar) ৷

Sukanta Mujamdar
ব্যারাপুরের জনসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

By

Published : Dec 3, 2022, 7:41 AM IST

ব্যারাকপুর, 3 ডিসেম্বর:"এরাজ্যে পুলিশের অশোকস্তম্ভ আছে নাকি! ওটা হাওয়াই চটিতে পরিণত হয়েছে । ওটা নিয়ে আপনাদের পদলেহন করতে লজ্জাবোধ করে না । এই ধরনের পুলিশ যদি অন্য রাজ্যে থাকততাহলে এতদিনে সাসপেন্ড হয়ে যেত ।" ব্যারাকপুরে এসে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার (Sukanta Mujamdar) ৷

বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে শুক্রবার দুপুরে 'পুলিশ কমিশনারেট চলো'র ডাক দেওয়া হয়েছিল । মূলত ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বোমাবাজি, খুনখারাপি, লুঠ, বেআইনি মাদক ব্যবসা-সহ দলীয় কর্মীদের ওপর লাগাতার সন্ত্রাস ও নির্যাতন এবং সর্বোপরি পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে এদিন জেলা বিজেপির পক্ষ থেকে 'কমিশনারেট চলো' কর্মসূচি সংগঠিত করা হয় । এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন ব্যারাকপুর স্টেশন থেকে একটি সুবিশাল প্রতিবাদ মিছিল এসএন ব্যানার্জি রোড ধরে চিড়িয়ামোড়ে এসে শেষ হয় । এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশেরও আয়োজন করা হয় ।

ব্যারাপুরের জনসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কনভেনর অমিতাভ রায়, কিশোর কর, কুন্দন সিং, আবিষ্কার ভট্টাচার্য-সহ বিশিষ্ট নেতৃবৃন্দ ।

পুলিশকে উদ্দেশ্যে করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mujamdar) মন্তব্য, "জনগনের টাকায় আপনাদের মাহিনা হয়, ব্যানার্জি পরিবারের টাকায় হয় না । আপনারা যদি না পারেন সরে যান । 15 মিনিটে তৃণমূলকে সাফ করে দেব । বাংলায় পুলিশকে তৃণমূলী গুন্ডারা গুলি করছে । এর জন্য দায়ী একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ।"

আরও পড়ুন:7 ডিসেম্বর শীতকালীন অধিবেশন নিয়ে সৌগতর বাসভবনে সাংসদের সঙ্গে বৈঠক মমতার

রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ডিসেম্বর মাস পড়ে গেছে । আর বেশি দিন বাকি নেই । ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে । তাই উনি কম্বল বিতরণ করেছেন । ওনার ভাইপো এখন শ্যামা সঙ্গীত গাইছেন । কারণ উনি সম্প্রতি ইডির সমন পেয়েছেন ।"

তাঁর দাবি, এই সরকার চোরেদের সরকার, লুঠেদের সরকার । আগামী 24 সালের লোকসভা নির্বাচনের সঙ্গে যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে এই সরকারকে উৎখাত করে ছাড়ব । সুকান্তর কথায়, আগামিদিনে তৃণমূলের আরও অনেক নেতা জেলে পঁচবে । কেউ কিছু করতে পারবে না । দু'পক্ষের মধ্যে খেলা হলে ভয়ঙ্কর খেলা হবে । এদিনের সভামঞ্চে নৈহাটি পৌরসভা অভিযানে তৃণমূলের হাতে আক্রান্ত যুব মোর্চার নেত্রী জিনিয়া দে-সহ চারজন উপস্থিত ছিলেন । সভা শেষে সাতজনের বিজেপি প্রতিনিধি দল ব্যারাপুর কমিশনারেট অফিসে গিয়ে একটি স্বারকলিপিও জমা দেন ।

ABOUT THE AUTHOR

...view details