ব্যারাকপুর, 2 ডিসেম্বর:অনুব্রত মণ্ডলের সুর এবার সুকান্ত মজুমদারের গলায় ৷ এদিন শাসকদলের পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । শুক্রবার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিজেপি-র দলীয় সভার আয়োজন করা হয়েছিল (Sukanta Majumdar warns TMC) ৷ সেই সভা থেকেই তৃণমূলকে সাবধান হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি ৷
এদিনের দলীয় সভায় তৃণমূলকে হুমকির সুরেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, "আপনারা একপক্ষকে মারছেন। ভাবছেন বিজেপি কর্মীদের হাত-পা নেই। ঝান্ডার গায়ে ডান্ডা নেই । এটা ভাবলে ভুল করছেন। খেলা হলে একপক্ষের হবে না। দু'পক্ষেরই হবে। আর যখন খেলা হবে তা ভয়ঙ্কর হবে।" এরপরই সুকান্ত মজুমদার আরও বলেন, "আমরা তো ডাকছি, আপনারা দিল্লিতে আসুন। হাডুডু খেলি! কিন্তু কেউ যেতে চাইছে না। ভাইপো বলছে যাব না। পিসিও বলছে যাব না। কিন্তু,কেন যাবেনা সেটাই বুঝতে পারছি না।"