পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদারের - রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার

দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে এক সারিতে রেখে আক্রমণ করলেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । দুই দলের আদর্শগত তফাৎ নেই, এমনটাই বললেন তিনি ৷

Etv Bharat
বসিরহাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সুকান্ত মজুমদার

By

Published : Apr 2, 2023, 10:53 PM IST

Updated : Apr 2, 2023, 11:10 PM IST

দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ

বসিরহাট, 2 এপ্রিল: রামনবমী উপলক্ষে রবিবার উত্তর 24 পরগনার বসিরহাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই সভাতেই রাজু ঝা'র নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে দুর্নীতি, পঞ্চায়েতে সুষ্ঠু নির্বাচন-সহ বিভিন্ন ইস্যুতে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন সাংসদ সুকান্ত মজুমদার ৷

এদিন শোভাযাত্রার পর একটি সভারও আয়োদজন করা হয়েছিল ৷ এই সভাতেই উপস্থিত ছিলেন, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ-সহ অন‍্যান‍্যরা । কর্মসূচির শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ‍্য সভাপতি । সেখানে কয়লা মাফিয়া রাজু ঝা'র হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, "খুনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা তদন্ত হলেই বোঝা যাবে । তবে, যেভাবে একজন ব‍্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হল তাতে স্পষ্ট প্রশাসনের ব্যর্থতা । এর সঙ্গে প্রভাবশালীর কোনও যোগ আছে কি না তা ইডি, সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে । চিন্তার কোনও কারণ নেই । হয়তো উনি (রাজু ঝাঁ) অনেক তথ্য জানতেন । সেই তথ্য বাইরে চলে আসতে পারে । সেকারণেও খুন হয়ে থাকতে পারেন ।" তাই এই নিয়ে আগে শাসকদলের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তিনি।

এদিন বসিরহাটের এই সভাতেই তিনি বলেন, "দুর্নীতি ইস্যুতে এই দু'দল নিজেদের মধ্যে লড়াই করতে ব‍্যস্ত । ওরা পারস্পরিক লড়াই করলেও সিপিএম এবং তৃণমূলের মধ্যে আদর্শগত কোনও তফাৎ নেই । দুই দল'ই একে অপরের পরিপূরক ।"

প্রসঙ্গত,দুর্নীতি ইস্যুতে বামেদের খোঁচা দিতে গিয়ে এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ‍্যোতি বসুকে কাঠগড়ায় তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এর আগেও তিনি চাকরি দুর্নীতিতে নিজের প্রয়াত বাবা তথা একদা কোচবিহারের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ'র নাম জড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন । সেই কথা উল্লেখ করেই তৃণমূল এবং সিপিএমকে এক সারিতে রেখে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন :'রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে', মমতাকে বিঁধে হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর

অন‍্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না-পারার দাবি প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শাসকদলের দিকে । তাঁর মতে, তৃণমূল যদি এতই আত্মবিশ্বাসী হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করে দেখাক । তখন বোঝা যাবে কার কত দম আছে ।

Last Updated : Apr 2, 2023, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details