বসিরহাট, 2 এপ্রিল: রামনবমী উপলক্ষে রবিবার উত্তর 24 পরগনার বসিরহাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই সভাতেই রাজু ঝা'র নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে দুর্নীতি, পঞ্চায়েতে সুষ্ঠু নির্বাচন-সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন সাংসদ সুকান্ত মজুমদার ৷
এদিন শোভাযাত্রার পর একটি সভারও আয়োদজন করা হয়েছিল ৷ এই সভাতেই উপস্থিত ছিলেন, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ-সহ অন্যান্যরা । কর্মসূচির শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি । সেখানে কয়লা মাফিয়া রাজু ঝা'র হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, "খুনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা তদন্ত হলেই বোঝা যাবে । তবে, যেভাবে একজন ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হল তাতে স্পষ্ট প্রশাসনের ব্যর্থতা । এর সঙ্গে প্রভাবশালীর কোনও যোগ আছে কি না তা ইডি, সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে । চিন্তার কোনও কারণ নেই । হয়তো উনি (রাজু ঝাঁ) অনেক তথ্য জানতেন । সেই তথ্য বাইরে চলে আসতে পারে । সেকারণেও খুন হয়ে থাকতে পারেন ।" তাই এই নিয়ে আগে শাসকদলের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তিনি।
এদিন বসিরহাটের এই সভাতেই তিনি বলেন, "দুর্নীতি ইস্যুতে এই দু'দল নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত । ওরা পারস্পরিক লড়াই করলেও সিপিএম এবং তৃণমূলের মধ্যে আদর্শগত কোনও তফাৎ নেই । দুই দল'ই একে অপরের পরিপূরক ।"