বিধাননগর, 19 জুন: নজরুল মঞ্চে সঙ্গীতশিল্পী কেকে-র শেষ অনুষ্ঠানের (KK Last Program in Kolkata) খরচের জোগান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ আপাতত সৌগতর সেই মন্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতি ৷ রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে সৌগতকে একইসঙ্গে সমর্থন ও কটাক্ষ করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর বক্তব্য, প্রবীণ বয়সে এসে কার্যত 'পাপক্ষয়' করছেন সৌগত রায় ৷ তৃণমূল জমানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতির নামে যে বিস্তর অনিয়ম চলে, তেমন অভিযোগও করেছেন সুকান্ত ৷
সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়েই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ সেই অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে অনুষ্ঠানের বিপুল খরচ নিয়েও ৷ শনিবার বরানগরে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে একই প্রশ্ন তুলেছেন সৌগতও ৷ বিরোধীরা এই বিষয়ে তৃণমূল সাংসদের পাশে দাঁড়ালেও শাসকদলের অন্দরে এ নিয়ে জলঘোলা শুরু হয়েছে ৷ সূত্রের দাবি, সৌগতর এমন মন্তব্যে নাকি ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব ৷
আরও পড়ুন:Saugata Roy: সৌগতর মন্তব্য়ে অস্বস্তিতে তৃণমূল, নতুন অস্ত্র হাতে পেলেন বিরোধীরা !
স্বাভাবিকভাবেই রবিবার এ নিয়ে প্রশ্ন করা হয় সুকান্ত মজুমদারকে ৷ জবাবে তিনি বলেন, "এ তো ওপেন সিক্রেট ৷ কীভাবে এই ছাত্র সংসদগুলি কাজ করে, সবাই জানেন ৷ ছাত্র সংসদকে সামনে রেখে তৃণমূলের নেতারা যাতে তোলা তুলতে পারেন, সেই ব্যবস্থাই করা হয় ৷ দিনের পর দিন নির্বাচন করা হচ্ছে না ৷ কলকাতায় ছাত্র নির্বাচনে গুলি চলেছে, মৃত্যুও হয়েছে ৷ আমরা তেমন ঘটনাও দেখেছি ৷ ছাত্র ভর্তি নিয়ে তৃণমূল তোলাবাজির ব্যবসা করে ৷ এত দিন পর সৌগত রায়ের মনে হয়েছে এত পাপ করা ঠিক নয় ৷ তাই হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন ৷"
সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার ৷ এদিকে, বীরভূমের তৃণমূল নেতা দুধকুমার মণ্ডলকে নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে ৷ সোশ্য়াল মিডিয়ায় দুধকুমার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর বার্তা, তাঁকে যাঁরা 'ভালোবাসেন', তাঁরা যেন দলের কাজে সক্রিয় অংশগ্রহণ থেকে নিজেদের বিরত রাখেন ! এই বিষয়ে সুকান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি এভাবে চলে না ৷" সুকান্ত সাফ জানিয়েছেন, দলের নিয়ম মেনেই দুধকুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷
এদিন, সাংবাদিকদের প্রশ্নের মুখে অগ্নিপথ প্রকল্প এবং তার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন নিয়েও মুখ খুলেছেন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, কিছু যুবককে ভুল বুঝিয়ে আন্দোলনে নামানো হচ্ছে ৷ এর পিছনে দেশবিরোধী মনোভাবাপন্নদের উস্কানিও থাকতে পারে বলে মনে করছেন এই বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, এদিন দমদম বিমানবন্দর লাগোয়া চিনার পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি ৷ সেই দলীয় অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন সুকান্ত ৷