পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar hit back Abhishek Banerjee: 'অভিষেক চান না, গরুপাচার বন্ধ হোক !' পালটা তোপ সুকান্তর

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিএসএফ সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar hit back Abhishek Banerjee) ৷ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বসে কী বললেন তিনি ?

Sukanta Majumdar hit back Abhishek Banerjee on BSF and Separate State issues
ফাইল ছবি

By

Published : Feb 11, 2023, 8:18 PM IST

অভিষেককে পালটা তোপ সুকান্তর

বিধাননগর, 11 ফেব্রুয়ারি: কোচবিহারের জনসভার মঞ্চ থেকে একযোগে বিজেপি, বিএসএফ ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee slams BSF) ৷ কয়েক ঘণ্টার ব্যবধানে কড়া ভাষায় তাঁকে পালটা কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar hit back Abhishek Banerjee) ৷ অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তর জবাব, রাজবংশী তাস খেলছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর আসল লক্ষ্য, গরুপাচার ৷ আসলে অভিষেক নাকি কখনই চান না, সীমান্তে গরুপাচার বন্ধ হোক ! কারণ, তাহলে কোচবিহারের সীমান্ত থেকে কলকাতায় গরুপাচারের টাকা আসা বন্ধ হয়ে যাবে ! কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বসে এভাবেই তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড'কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি !

অভিষেক কী বলেছেন ?

শনিবার কোচবিহারের মাথাভাঙার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পাচারকারী সন্দেহে প্রেমকুমার বর্মন নামে 23 বছরের এক যুবককে খুন করেছে বিএসএফ ! তাঁর আরও অভিযোগ, রাজ্যের বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রের মোদি সরকার মুখে রাজবংশী প্রেম দেখালেও আদতে তারা রাজবংশী বিরোধী ! তাই কেন্দ্রের অধীনে থাকা বিএসএফ এভাবে মানুষ খুন করছে !

সুকান্তর জবাব:

অভিষেকের এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে সুকান্ত বলেন, "ওঁর আসলে কাহি পে নিগাহে, কাহি নিশানা ! আসলে অভিষেকবাবু চান না বিএসএফ যেভাবে গরুপাচার আটকাচ্ছে, সেটা সফল হোক ৷ কারণ, তাহলে পাচারের বিপুল টাকা কলকাতায় আসা বন্ধ হয়ে যাবে ৷ সেই কারণেই রাজবংশি তাস খেলছেন তিনি ৷ ওঁর নজরে প্রেমকুমার নেই ৷ ওঁর নজরে রয়েছে গরুপাচারের টাকা !"

বাংলাভাগ নিয়ে অভিষেকের তোপ:

এদিন অভিষেক দাবি করেন, বিজেপির রাজ্য নেতারাই বাংলাভাগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ৷ কিন্তু, তাঁদের কেন্দ্রীয় নেতারা এ নিয়ে কোনও মন্তব্য করেন না ৷ বরং হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা রাজ্যভাগের বিরুদ্ধেই সওয়াল করেন ৷

সুকান্তর উত্তর:

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, "উত্তরবঙ্গে উত্তরকন্য়া নামে একটি কার্যালয় হয়েছে ৷ সেটি যাতে নবান্নের মতো কাজ করে, সেই ব্যবস্থা করা হোক ৷ তাহলেই আর কেউ বাংলাভাগের কথা বলবেন না ৷ কিন্তু, সেটা তো করা হচ্ছে না ৷ সেই কারণেই এত কথা উঠছে ৷ মানুষকে কেন চিকিৎসার জন্য কথায় কথায় কলকাতা আসতে হবে ৷ কারণ, উত্তরবঙ্গে পরিকাঠামো নেই ৷" তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলাভাগ ইস্যুতে কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপদ শর্মার মন্তব্যকে 'ব্যক্তিগত' বলে দায় এড়িয়েছেন সুকান্ত ৷ বিষ্ণুপদ দিন কয়েক আগেই বলেছিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য 'আলাদা রাজ্য' ! কিন্তু, সুকান্ত এদিন বলেন, "এটি বিষ্ণুপদর ব্যক্তিগত মন্তব্য ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই !" তাহলে কি অভিষেক যা বলছেন, সেটাই সত্যি ? বাংলাভাগ নিয়ে শুধু 'মানুষকে বিভ্রান্ত করছেন বিজেপির রাজ্য নেতারা' ? এর জবাব আপাতত অধরা ৷

আরও পড়ুন:'এর শেষ দেখে ছাড়ব !' যুবক খুনে বিএসএফকে হুংকার অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details