বিধাননগর, 11 ফেব্রুয়ারি: কোচবিহারের জনসভার মঞ্চ থেকে একযোগে বিজেপি, বিএসএফ ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee slams BSF) ৷ কয়েক ঘণ্টার ব্যবধানে কড়া ভাষায় তাঁকে পালটা কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar hit back Abhishek Banerjee) ৷ অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তর জবাব, রাজবংশী তাস খেলছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর আসল লক্ষ্য, গরুপাচার ৷ আসলে অভিষেক নাকি কখনই চান না, সীমান্তে গরুপাচার বন্ধ হোক ! কারণ, তাহলে কোচবিহারের সীমান্ত থেকে কলকাতায় গরুপাচারের টাকা আসা বন্ধ হয়ে যাবে ! কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বসে এভাবেই তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড'কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি !
অভিষেক কী বলেছেন ?
শনিবার কোচবিহারের মাথাভাঙার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পাচারকারী সন্দেহে প্রেমকুমার বর্মন নামে 23 বছরের এক যুবককে খুন করেছে বিএসএফ ! তাঁর আরও অভিযোগ, রাজ্যের বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রের মোদি সরকার মুখে রাজবংশী প্রেম দেখালেও আদতে তারা রাজবংশী বিরোধী ! তাই কেন্দ্রের অধীনে থাকা বিএসএফ এভাবে মানুষ খুন করছে !
সুকান্তর জবাব:
অভিষেকের এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে সুকান্ত বলেন, "ওঁর আসলে কাহি পে নিগাহে, কাহি নিশানা ! আসলে অভিষেকবাবু চান না বিএসএফ যেভাবে গরুপাচার আটকাচ্ছে, সেটা সফল হোক ৷ কারণ, তাহলে পাচারের বিপুল টাকা কলকাতায় আসা বন্ধ হয়ে যাবে ৷ সেই কারণেই রাজবংশি তাস খেলছেন তিনি ৷ ওঁর নজরে প্রেমকুমার নেই ৷ ওঁর নজরে রয়েছে গরুপাচারের টাকা !"