বরানগর, 28 জুন:"ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাজ্যেকে রাহু থেকে মুক্তি দিক ।" বুধবার বরানগরে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । এদিন উল্টোরথ উপলক্ষে বরানগর নোয়াপাড়া মহামন্ডলেশ্বর আশ্রমে উলটো রথ যাত্রায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি । নিজের হাতে আরতি করা থেকে সমস্ত নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের আরাধনা করেন তিনি ৷
এরপর সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,"জগতের নাথ বাংলাকে এই দুরারোগ্য সরকার, এই ব্যাধির হাত থেকে বাংলাকে রক্ষা করুক । রাজ্যকে জগন্নাথ এই রাহু থেকে মুক্তি দিক ।" এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, পঞ্চায়েত নির্বাচনে প্রহসন হচ্ছে । বিরোধীদের আটকানো হচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে ফেক ব্যালট তৈরি করা হচ্ছে । এখনও পর্যন্ত সেন্ট্রাল বাহিনীকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাচ্ছি না । এই পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে । ভোট হবে না, ঘোঁট হবে সেটা ভোটের দিন বোঝা যাবে ।
রাজ্যপালকে তৃনমূলের আক্রমণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,"ভালো কাজ যে করবেন, তাঁকেই তৃণমূল আক্রমণ করবে । রাজ্যপাল যেখানে যেতে চান সেখানে যাবেন । রাজ্যপালের পদক্ষেপ সংবিধানসম্মত, উনি সংবিধানের রক্ষাকর্তা । সংবিধান আমাদের সকলকে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে । সেই অধিকার রক্ষা করার জন্য কারও যদি প্রাণ যায়, কেউ যদি আহত হয়, তাঁকে দেখতে রাজ্যপাল যেতেই পারেন । তিনি উচিত কাজই করছেন বলে আমাদের মনে হয় ।"