পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: ঈশ্বরের কাছে প্রার্থনা রাজ্যেকে রাহু থেকে মুক্তি দিক, উলটো রথে মন্তব্য সুকান্তর - রাজ্য বিজেপি সভাপতি

একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন তিনি ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার

By

Published : Jun 28, 2023, 9:44 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

বরানগর, 28 জুন:"ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাজ্যেকে রাহু থেকে মুক্তি দিক ।" বুধবার বরানগরে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । এদিন উল্টোরথ উপলক্ষে বরানগর নোয়াপাড়া মহামন্ডলেশ্বর আশ্রমে উলটো রথ যাত্রায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি । নিজের হাতে আরতি করা থেকে সমস্ত নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের আরাধনা করেন তিনি ৷

এরপর সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,"জগতের নাথ বাংলাকে এই দুরারোগ্য সরকার, এই ব্যাধির হাত থেকে বাংলাকে রক্ষা করুক । রাজ্যকে জগন্নাথ এই রাহু থেকে মুক্তি দিক ।" এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, পঞ্চায়েত নির্বাচনে প্রহসন হচ্ছে । বিরোধীদের আটকানো হচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে ফেক ব্যালট তৈরি করা হচ্ছে । এখনও পর্যন্ত সেন্ট্রাল বাহিনীকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাচ্ছি না । এই পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে । ভোট হবে না, ঘোঁট হবে সেটা ভোটের দিন বোঝা যাবে ।

রাজ্যপালকে তৃনমূলের আক্রমণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,"ভালো কাজ যে করবেন, তাঁকেই তৃণমূল আক্রমণ করবে । রাজ্যপাল যেখানে যেতে চান সেখানে যাবেন । রাজ্যপালের পদক্ষেপ সংবিধানসম্মত, উনি সংবিধানের রক্ষাকর্তা । সংবিধান আমাদের সকলকে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে । সেই অধিকার রক্ষা করার জন্য কারও যদি প্রাণ যায়, কেউ যদি আহত হয়, তাঁকে দেখতে রাজ্যপাল যেতেই পারেন । তিনি উচিত কাজই করছেন বলে আমাদের মনে হয় ।"

এরাজ্যে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কিছু মন্তব্য করেছিলেন ৷ তাঁকে এরপর পালটা আক্রমণ করে তৃণমূল ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের মত, এটা স্বাভাবিক । এই রাজ্যে তৃণমূলের সবচেয়ে বড় বিরোধী হচ্ছে বিজেপি, তাই এই দুই দল একে অপরের দিকে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক । তাঁর কথায়, প্রধানমন্ত্রী কোনও মিথ্যা কথা বলেননি । মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন, কই বিজেপির তো কোনও মন্ত্রী জেলে নেই । তার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে অথচ মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না, লজ্জা পান না । তার নামটা মুখে একবারও আনেন না । তার নামটা নিয়ে এসে বলুক, পার্থ খুব ভালো ছেলে ছিল ।

আরও পড়ুন: বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলেও জাতীয় স্তরে কোনও জোট হবে না: সেলিম

কোচবিহারের শীতলকুচিতে ফের অশান্তির ঘটনা প্রসঙ্গে বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় গেলেই গুলি চলবে । মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে হিংসায় উস্কানি দিয়ে এসেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে ওখানে অশান্তি হবে ।"

ABOUT THE AUTHOR

...view details